Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাতাল হয়ে বসে ছিলেন রেললাইনে, ট্রেনে কাটা তরুণ-তরুণী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১:১৩ পিএম

মদ খেয়ে মাতাল হয়ে বসে ছিলেন রেললাইনে। এ সময় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণ-তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তবে নিহত তরুণ-তরুণীর নাম পরিচয় উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলীম হোসেন শিকদার জানান, রেলওয়ে সুইপার কলোনি থেকে মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় রেললাইন ধরে হাঁটছিলেন ওই অজ্ঞাত দুই তরুণ-তরুণী। এ সময় মাতাল অবস্থায় দু’জন স্টেশনের উত্তর আউটার রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে পড়ে। এমন সময় তিতাস কমিউটার ট্রেন সাল্টিং করে স্টেশনে লাইন আপ করার সময় ট্রেনের পেছন দিকে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

ওসি আলীম হোসেন আরও জানান, নিহতদের নাম পরিচয় উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছে। পরিচয় নিশ্চিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তরুণ-তরুণী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ