Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সূবর্ণচরে রোহিঙ্গা তরুণী আটক

নোয়াাখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৬:০৪ পিএম

 সুবচর্ণচরে এক রোহিঙ্গা তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ।

আটককৃত তরুণীর নাম শুকতারা জেসমিন (১৮)। সে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ ক্যাম্পের ২৭ নম্বর ক্লাস্টারের আলী আহাম্মদের মেয়ে।

শুক্রবার চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা বলছে, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ওই তরুণী চট্রগ্রাম থেকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরলী এলাকায় আসেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাত ৮টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাকে চরজব্বর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওসি আরো জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার তাকে পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ