Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজাব না পরায় আটক তরুণীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

হিজাব আইন ভঙ্গের অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতারের পর হাসপাতালে মারা গেছেন ২২ বছর বয়সী নারী মাহশা আমিনি। এই ঘটনায় সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বইছে। প্রতিবেদনে বলা হয়, মাহশা আমিনি ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তান থেকে আত্মীয়ের সঙ্গে দেখা করতে পরিবারসহ রাজধানী তেহরানে যাচ্ছিলেন। যাত্রাপথে কট্টর পোশাকবিধি ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ ভ্যানে তোলার পর আমিনিকে মারধর করা হয়। তবে ইরানী পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। নারীদের পোশাক নিয়ে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কড়াকড়ি বিধিনিষেধ আরোপের ঘোষণার কয়েক সপ্তাহের মাথায়ই এ ঘটনা ঘটে। ইসলামি বিপ্লবের পর ১৯৭৯ সাল থেকে ইরানে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরতে হয়। ইরানী মানবাধিকার সংস্থা হ্রানা জানিয়েছে, গ্রেপ্তারের সময় পুলিশ বলেছিল পুনঃশিক্ষা সেশনের পর আমিনিকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু গ্রেফতারের কয়েক ঘণ্টা পর মাহশা আমিনি হাসপাতালে ভর্তি হয় বলে ওই তরুণীর পরিবারকে জানানো হয়। আমিনিকে কাসরা হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। আল-জাজিরা, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিজাব না পরায় আটক তরুণীর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ