Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বৃষ্টিতে গোসল করতে গিয়ে ছয়তলার ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ৬:৩৫ পিএম


খুলনায় বৃষ্টিতে গোসল করতে গিয়ে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণীর মত্যু হয়েছে। মৃত ওই তরুণী খালিশপুর বাস্তহারা মুজগুন্নী পার্ক এলাকার মো: আ: হামিদের মেয়ে লাকী (১৯)। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, লাকী সোমবার বেলা সোয়া ১১ টার দিকে বৃষ্টিতে গোসল করার জন্য ছয়তলা ভবনের ছাদে ওঠে। এ সময়ে তার সাথে আরেকটি মেয়ে ছিল। অসাবধানতার কারণে পা পিছলে লাকী ছাদের রেলিং ভেঙ্গে নীচে পড়ে যায়। সে বুকে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। লাকীর সাথে থাকা মেয়েটির চিৎকারে বাড়ির অন্যান্যরা ছুটে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। লাকীর মরদেহ মর্গে রাখা আছে। প্রয়োজনী আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ