Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেখাপড়ায় যতদূর সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ৬ প্রার্থী!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৬:৪৯ পিএম

সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। ইভিএম পদ্ধতিতে হবে এ আসনের ভোটগ্রহণ। উপনির্বাচনে লড়তে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে গতকাল (১৭ জুন) বৃহস্পতিবার বাতিল হয়েছেদুই প্রার্থীর মনোনয়ান। এদেিক, সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে লড়তে চাওয়া ৬ প্রার্থীর জমা দেয়া হলফনামার বর্ণনা অনুযায়ী একজনের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, তিনজনের ডিগ্রি (স্মাতক), একজনের এইচএসসি ও স্বশিক্ষিত একজন। মনোনয়ন প্রদানকারীদের মধ্যে ছিলেন, আওয়ামী লীগের মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন লুমা, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত জুনায়েদ মুহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শেখ জাহিদুর রহমান মাসুম।

এদের মধ্যে দাখিলকৃত মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে ফাহমিদা ও মাসুমের। তবে এখনো আপিলের সুযোগ রয়েছে তারা দুজনই। প্রার্থীদের হলফনামা অনুযায়ী- আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব স্মাতক (ডিগ্রি) উত্তীর্ণ। জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের শিক্ষাগত যোগ্যতা বি.এসসি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী ১৯৫৮ সালে চিটাগাং সরকারি কলেজ থকে পাস করেছেন বিএ। একমাত্র নারী প্রার্থী (স্বতন্ত্র) ফাহমিদা হোসেন লুমা ২০০৪ সালে সিলেট মদন মোহন কলেজ থেকে একাউন্টিং বিষয়ে মাস্টার্স পাস করেছেন। সকলের হলফনামা অনুযায়ী এই নারী প্রার্থীই সবচেয়ে বেশি শিক্ষিত তিনিই। বাংলাদেশ কংগ্রেসের মনোনীত জুনায়েদ মুহাম্মদ মিয়া হলফনামায় লিখেছেন ‘স্বশিক্ষিত।’ তবে এ ১৯৭৯ সালে ওসমানীনগরের তাজপুর মঙ্গলচন্ডি স্কুল থেকে এসএসসি পাস করে যুক্তরাজ্য চলে যান। সেখানে তিনি উচ্চতর ডিগ্রি নেন। কিন্তু সে দেশের শিক্ষার সার্টিফিকেটগুলোতে নামজনিত জটিলতায় হলফনামায় ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন তিনি। শেখ জাহিদুর রহমান মাসুম নামের স্বতন্ত্র প্রার্থী হলফনামায় নিজেকে এইচএসসি উত্তীর্ণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপনির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ