মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাপ্তবয়স্কদের মধ্যে বিশ্বের অন্য রাষ্ট্রনেতার চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এগিয়ে থাকলেও তার গ্রহণযোগ্যতা কমছে, এমনটাই জানা গেছে এক সমীক্ষা থেকে। গত দু’বছরে মোদির গ্রহণযোগ্যতা সূচক অনেকটাই পড়েছে বলে জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা ‘মর্নিংরকনসাল্ট’।
সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে ওই সংস্থা জানাচ্ছে, চলতি বছরে জুন মাস পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা সূচক ৬৬ শতাংশ। গত ২০১৯ সালে অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী অনুচ্ছেদ ৩৭০ তুলে নেয়ার পর মোদির গ্রহণযোগ্যতা সূচক ছুঁয়েছিল ৮২ শতাংশ।
ওই সমীক্ষায় মোদির ঠিক নীচেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। প্রাপ্তবয়স্কদের মধ্যে তার গ্রহণযোগ্যতা সূচক ৬৫ শতাংশ। তার পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর (৬৩ শতাংশ), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (৫৪ শতাংশ), জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (৫৩ শতাংশ)। ছ’নম্বর স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আট নম্বরে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
ভারতে ২ হাজার ১২৬ জনের উপর সমীক্ষা চালিয়েছে ওই সংস্থা। তাতে দেখা গিয়েছে, ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মোদিকেই প্রধানমন্ত্রী পদে দেখতে চান। অন্য দিকে, তার বিরোধিতা করেছেন ২৮ শতাংশ। সূত্র: এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।