বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তিন পীরের মাজার জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী। আজ শুক্রবার (১৮ জুন) প্রথমেই তাঁর জন্মভূমি দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম’আর নামাজ আদায় করেন তিনি। পরে হযরত শাহ দাউদ কোরাইশী (রহ.), সিলাম ইউনিয়নের হযরত কুতুব জালাল (রহ.) এবং একই ইউনিয়নের সিলাম বাজারস্থ হযরত শাহ ছৈলানী (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে শফি আহমদ চৌধুরী মোগলাবাজার ইউনিয়নের সত্তিঘর গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা অবহিত হন তিনি। এসময় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রার্থী হয়েছি নির্বাচনে। অতীতে সংসদ সদস্য থাকাকালে এই অঞ্চলের মানুষের জন্য কি করেছি, সেটা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জবাসী বিবেচনা করবেন। গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে পরম করুণাময়ের অপার রহমত কামনা করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।