Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে কলাপাড়া পৌর কাউন্সিলের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৩:০২ পিএম

অসুস্থ্য স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পটুয়াখালীর কলাপাড়া পৌর সভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর শেখর চন্দ্র মিত্র সেবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মৃতকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সেবক মিত্র শারিরিক অসুস্থ্যতাবোধ করলে বরিশাল বগুরা রোড এলাকায় তার ছোট ভাইয়ের বাসায় যান। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বেলা দুইটায় পৌর শহরের তার নিজ বাড়িতে শেষকৃত্যা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিকে পৌর কাউন্সিলারের মৃত্যুতে গোটা পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ, রবিবার তার স্ত্রীকে চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যান। এখনো সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ