Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২০ দিনের মধ্যে পুরোপুরি খুলছে থাইল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ৭:২৪ পিএম

এক বছরেরও বেশি সময় ধরে করোনার কারণে প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পর পর্যটকদের জন্য আবারও পুরোপুরি খুলে দেয়া হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা বুধবার এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ১২০ দিনের মধ্যে থাইল্যান্ড পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে। তখন ভ্রমণের উদ্দেশে যে কেউ সেখানে প্রবেশ করতে পারবেন।

আর্থিক ব্যবস্থাপনা ও করোনার ঝুঁকি পর্যালোচনা করে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার বক্তব্যের একটি ভিডিও পাঠানো হয়েছে; যাতে এসব বিষয় নিয়ে কথা বলেছেন প্রায়ুথ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের মধ্যে দেশজুড়ে ১০ কোটি ৫৫ লাখ করোনার টিকাদান নিশ্চিত করা হবে। পরের বছর আরও মানুষকে টিকা দেয়া হবে। তিনি বলেন, ‘এখন সময় এসেছে আমাদের সামনে অপেক্ষা করার এবং একটি তারিখ নির্ধারণের জন্য যখন আমরা সম্পূর্ণরূপে আমাদের দেশটি খুলতে পারি এবং দর্শনার্থীদের গ্রহণ শুরু করতে পারি। কারণ মানুষের দুর্ভোগ হ্রাস করার জন্য দেশকে পুনরায় খোলা অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। এর মাধ্যমে মানুষ আবার উপার্জন শুরু করতে পারবেন। তাই, আজ থেকে ১২০ দিনের মধ্যে থাইল্যান্ডকে পুরোপুরি উন্মুক্ত করার জন্য আমাদের এবং আরও বেশি দ্রুত খোলার জন্য যেসব পর্যটন কেন্দ্র প্রস্তুত রয়েছে, তাদের জন্য আমি একটি লক্ষ্য নির্ধারণ করছি।’

থাইল্যান্ডের পর্যটন খাতের উপর নির্ভরশীল। এ কারণেই এটি খোলার তাগিদ রয়েছে সরকারের। দেশটির অর্থনৈতিক আয়ের এক-পঞ্চমাংশই আসে পর্যটন খাত থেকে। গত বছর বিশ্বব্যাপী ভ্রমণের বিধিনিষেধগুলি থাইল্যান্ডে চাকরি ও ব্যবসাকে হ্রাস করেছে। নীতিনির্ধারকরা সতর্ক করেছেন যে, বিদেশী পর্যটকদের কাছ থেকে অর্জিত বিলিয়ন ডলারের অনুপস্থিতিতে এই প্রবণতা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন সময়ের জন্য অপেক্ষা করতে পারি না যখন প্রত্যেকে দেশ খুলবে বা বিশ্ব ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত হবে। আমাদের অবশ্যই কিছুটা ঝুঁকি নিয়ে বেঁচে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে এবং এটি একটি ব্যবস্থাপনামূলক পর্যায়ে রাখার চেষ্টা করতে হবে।’ সূত্র: ব্লুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ