প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রথমবারের মতো কাজ করেছেন ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য। ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা আশফাক নিপুণ। সিরিজের গল্প, চিত্রনাট্যও লিখেছেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে এক রাতে সাত ঘন্টায় ঘটে যাওয়া একটি গল্পের চিত্রায়ন করা হয়েছে এতে। মহানগরের অজানা গল্পগুলো নিয়ে সাজানো হয়েছে সিরিজটি। মোশাররফ করিমের প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পাচ্ছে ২৫ জুন।
'মহানগর' -এ ওসি হারুন-এর ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়া শাহানা হুদা-র ভূমিকায় থাকছেন জাকিয়া বারি মম, আফনান চৌধুরীর ভূমিকায় শ্যামল মাওলা, পুলিস অফিসার মলয় কুমারের ভূমিকায় মোস্তাফিজুর নূর ইমরান, আবির হাসানের ভূমিকায় খাইরুল বাশার।
আট পর্বের ওয়েব সিরিজটির টিজার প্রকাশ হয়েছে গত ১১ জুন। টিজারে পুলিশ কর্মকর্তা হারুনের চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের মুখে একটি সংলাপ শোনা যায় টিজারে। সেটি হলো, ‘ক্রিমিনাল আর টাকা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে।’
জানা গেছে, ‘মহানগর’-এর ট্রেইলার প্রকাশ করা হবে ১৯ জুন। ‘মহানগর’ ঈদুল আজহায় কিংবা তার আগেই সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।