Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘ এক বছর পর মসজিদে জানাজার অনুমতি মিলল সউদীতে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ৯:১৪ এএম

সউদী আরবে দীর্ঘ এক বছর পর মসজিদে জানাজার নামাজের অনুমতি দেয়া হয়েছে। গতকাল বুধবার (১৬ জুন) এক প্রজ্ঞাপন জারি করে মসজিদে জানাজার নামাজের অনুমতি দেওয়া হয় বলে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।
দুনিয়াজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়লে গত বছর মসজিদে জানাজার নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। তবে দেশটির করোনা পরিস্থিতির উত্তরণ হওয়ায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জানাজার নামাজের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বের কয়েকটি দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে তখন সংক্রমণ এড়াতে এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সউদী আরব সরকার। সউদীতে বসবাসরত ৬০ হাজার মানুষ এবছর হজে অংশ নিতে পারবেন। সূত্র : খালিজ টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ