মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে চার পোলিও কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নানগড় প্রদেশের পুলিশের মুখপাত্র ফরিদ খান জানিয়েছেন, পরিকল্পিত হামলার অংশ হিসেবে দুই ঘণ্টার মধ্যে তিনটি ভিন্ন এলাকায় তাদের হত্যা করা হয়েছে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওসমান তাহেরি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন মাসের মধ্যে দেশটির উত্তরাঞ্চলে পোলিও কর্মীদের ওপর এটা দ্বিতীয় হামলা। মঙ্গলবারের আক্রমণে খোগিয়ানী জেলায় দুই জন পোলিও কর্মী মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। ওদিকে সুরখরোডে নিহত হয়েছেন দুজন। অন্য হামলায় আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী জালালাবাদে তিন জন আহত হয়েছেন। এই ঘটনায় নানগড় প্রদেশে এখন টিকাদান বন্ধ রয়েছে।
ফরিদ খান বলেন, ‘তালেবান জঙ্গিরা এই কাজ করেছে। জনগণকে যাতে পোলিও টিকা দেয়া না যায়, সে জন্য তারা পোলিও কর্মীদেরই হত্যা করছে।’ তবে তালেবানরা এ অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্বের প্রতিটি দেশে পোলিও নির্মূল করা গেলেও পাকিস্তান ও আফগানিস্তানে এখনো তা সফল হয়নি। দুটি দেশেই টিকার বিষয়ে প্রবল অবিশ্বাস রয়েছে। কট্টর মৌলবাদীরা জনগণকে টিকা নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করছেন। সূত্র : আলজাজিরা, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।