বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনলাইন ক্লাসের মাধ্যমে কোর্সের সিলেবাস শেষ হওয়ার পরই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সশরীরে পরীক্ষা নেওয়া হবে।
মঙ্গলবার (১৫ জুন) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, আজকের একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে অনলাইন ক্লাসের মাধ্যমে প্রতিটি কোর্সের সিলেবাস শেষ হওয়ার পরই পরীক্ষা নেওয়া হবে। তবে হল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই হল খোলা হবে।"
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।