বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শান্তির জন্য পরপর তিন বিবাহ করেও যখন শান্তির দেখা পেলনা আশিক (২৫), তখন মনের দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যাই করে বসলো সে। আশিক বগুড়া সদরের এরুলিয়া গ্রামের কোরবান আলীর ছেলে। পেশায় কাঠ মিস্ত্রি। পরপর ৩টি বিয়ে করায় বিয়ে পাগল হিসেবে পরিচিত হয়ে উঠেছিল সে। তবে কোন স্ত্রীই তার সাথে থাকেনি। তার ৩ নম্বর স্ত্রীর নাম ইনী খাতুন (২০)। সম্প্রতি ইনী খাতুনও আশিককে ছেড়ে চলে গেলে মনোকষ্ট ও বিষন্নতায় ভুগছিল সে। এরই জেরে গত রোববার রাতে সে নিজের শয়ন ঘরে ঘরের সিলিং এর সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গতকাল সোমবার ভোরে বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের এস আই জহুরুল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ময়নাতদন্তের পর তার স্বজনদের কাছে তা’ হস্তান্তর করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।