Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে ৩ জনকে হত্যায় তোলপাড় সামাজিক মাধ্যমে

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১০:১৫ পিএম

কুষ্টিয়ায় দিবালোকে প্রকাশ্যে এক এএসআইয়ের গুলিতে শিশুসহ তিনজন নিহতের ঘটনায় তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নৃশংসা এই হত্যাকাণ্ডে হতবাক হয়েছেন গোটা দেশের মানুষ। ক্ষোভ ও প্রতিবাদে ভাসছে ফেসবুক। অপরাধীর কঠিন শাস্তির দাবিতে সোচ্চার হতে দেখা গেছে অনেককে।

ত্রিপল মার্ডারের ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। আজ রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মসজিদে আশ্রয় নেয়া পুত্রকে টেনে বের করে প্রথমে চারটি গুলি করা হয়। পরে পিতাকে। সবশেষে গুলি করা হয় পলায়নপর মাতাকে। নিহত তিনজন হলেন আসমা খাতুন (৩০) ও তাঁর ছেলে রবিন (৬) এবং শাকিল (৩৫) নামের এক যুবক।

নিহত আসমা খাতুনের প্রথম স্বামীর সন্তান রবিন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর দেড় বছর আগে পুলিশ কর্মকর্তা সৌমেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি প্রতিবেশী শাকিলের সঙ্গে সম্পর্কে জড়ান। বিষয়টি মেনে নিতে পারেননি সৌমেন। এজন্য ক্ষুব্ধ হয়ে তিনজনকে হত্যা করেছেন বলে পুলিশ জানায় ।

ফেসবুকে মোরশেদ আলম লিখেছেন, ‘‘তিনটি মানুষকে অমানবিক ভাবে দিনের আলোয় গুলি করে জীবন কেড়ে নিয়েছে সে সব অপরাধীকে চিহ্নিত করে সরাসরি সময় বিলম্বিত না করে উপযুক্ত শাস্তি কামনা করছি আইনের কাছে এবং যে স্টাইলে গুলিবিদ্ধ করছে ঠিক তেমনি ভাবে ক্রস ফায়ারিং করে মৃত্যু দেওয়া হোক এটা আকুল আবেদন আইনের কাছে। আর যেন কেউ নিরীহ মানুষকে গুলি খেয়ে মৃত্যুবরণ না করতে হয় সেটাই জোরালো দাবি জানাই।’’

আইনশৃঙ্খলা নিয়ে হতাশা প্রকাশ করে মোঃ মহসিন খান লিখেছেন, ‘‘প্রকাশ্যে দিবালোকে মসজিদ থেকে বের করে একটি শিশুকে গুলি করে হত্যা করা এবং তার পুরো পরিবারকে মেরে ফেলা এতেই বোঝা যায় দেশের আইনশৃঙ্খলা কতটুকু ভালো আমাদের সাধারন মানুষের কোনো নিরাপত্তা নেই এখন।’’

সজিব হোসাইন জয়ের মন্তব্য, ‘‘এর জন্য দায়ী বিচারহীনতা, শুধু ভীন্ন মতাদর্শী ও হুজরদের বেলায়ই দ্রুত বিচার কার্যক্রম হতে দেখি এমনকি তাদের জামিনও দেয়া হয়না অপরদিকে এমন গুরতর খুনি অপরাধীরা যদিও ধরা পরে ৬ মাস বাদে আবার বেড়িয়ে যায় এবং বীরদর্পে চলাফেরা করে,,, এমনটাই দেখে আসছি।’’

ক্ষোভ জানিয়ে আজিজুর রহমান তারেক লিখেছেন, ‘‘কি এক অসভ্য বর্বরতার মধ্যদিয়ে দেশ প্রবাহমান । নিরীহ এবং ভাল মানুষগুলো কোন না কোনভাবে হত্যা, নির্যাতনের শিকার হচ্ছে । এই ঘটনার খোজ নিলে জানা যাবে বর্বরগুলো কোনও বর্বরের ছত্রছায়ায় আছে।’’

মানসুরুল হক মনে করেন, ‘‘রাষ্ট্রীয় শাসনব্যবস্থাই এর জন্য দায়ী। তদন্ত কমিটি গঠন করা, অপরাধীর জবানবন্দি গ্রহণ করা, আদালত কর্তৃক দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউর সুযোগ দেওয়া ইত্যাদির কিসের প্রয়োজন? এরকম খুনীকে জনসম্মুখে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হোক। এটাই তাদের যথোপযুক্ত শাস্তি।’’

বিচারের দাবি জানিয়ে আলমগীর আহাম্মেদ লিখেছেন, ‘‘একজন সশস্ত্র জনগণের নিরাপত্তাদানকারী কিভাবে জনগণের বুকেই গুলি চালায়! আমি হতবাক্!বাংলাদেশের প্রশাসনের লোকগুলো (পুলিশ)কি মানসিক ভাবে অসুস্থ না কি অন্য কিছু।ভালভাবে তদন্ত হোক এবং বিচার হোক সঠিক সময়ে।’’



 

Show all comments
  • MD MONIR HOSHEN ১৩ জুন, ২০২১, ১১:৩৫ পিএম says : 0
    প্রকাশ্যে দিবালোকে মসজিদ থেকে বের করে একটি শিশুকে গুলি করে হত্যা করা এবং তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। এরকম খুনীকে জনসম্মুখে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হোক। এটাই তাদের যথোপযুক্ত শাস্তি।
    Total Reply(0) Reply
  • Saifullah ১৪ জুন, ২০২১, ১:৪৯ এএম says : 0
    Is this another oc prodip? Where are these Hindus getting killing licenses from? Our ministry will say this is a particular incident. If ministers children were killed they they would realize the pain of losing their children. No need to take him to court. Let the people put fire on him on a broad daylight
    Total Reply(0) Reply
  • Saifullah ১৪ জুন, ২০২১, ১:৪৯ এএম says : 0
    Is this another oc prodip? Where are these Hindus getting killing licenses from? Our ministry will say this is a particular incident. If ministers children were killed they they would realize the pain of losing their children. No need to take him to court. Let the people put fire on him on a broad daylight
    Total Reply(0) Reply
  • Saifullah ১৪ জুন, ২০২১, ২:২৩ এএম says : 0
    Is this another oc prodip? Where are these Hindus getting killing licenses from? Our ministry will say this is a particular incident. If ministers children were killed they they would realize the pain of losing their children. No need to take him to court. Let the people beat him, break his legs, hands, cut off his ears&penis then put fire on him on a broad daylight. Still this would be insufficient.
    Total Reply(0) Reply
  • Rohan ১৪ জুন, ২০২১, ২:৩০ এএম says : 0
    Desher raja police are Macher raja Irish. Rayer mrittu dander rai Dia dilam. Appeal hobena .....r.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রিপল মার্ডার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ