Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রিপল মার্ডারে অভিযুক্ত এএসআই সৌমেন বরখাস্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ৯:০৩ পিএম

কুষ্টিয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় আটক এএসআই সৌমেন রায়কে বরখাস্ত করা হয়েছে। আজ রোববার রাতে খুলনার পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, অভিযুক্ত সৌমেনকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌমেন খুলনার ফুলতলা থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সুপার জানান, ফুলতলা থানার পাশে তাজপুরে সৌমেন প্রথম স্ত্রী লাকী রায় দুই সন্তানসহ বসবাস করতেন। এঘটনার পর লাকী রায়ের সাথে পুলিশের কথা হয়েছে। বিষয়টির খোঁজ-খবর নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি অফিসিয়াল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। হত্যার নেপথ্য কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

প্রসংগত, কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে এক মার্কেটে আজ রোববার বেলা ১১টার দিকে তিনজনকে গুলি করে হত্যাকান্ডের এ ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রিপল মার্ডার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ