Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারিপাড়ার ট্রিপল মার্ডারে ঘাতকদের স্বীকারোক্তি অনুযায়ী গৃহকর্ত্রী গ্রেফতার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ৮:০৭ পিএম

বরিশালের বানারীপাড়ার সলিয়াবাকপুর গ্রামে একই পরিবারের তিনজন হত্যা ঘটনায় কুয়েত প্রবাসী গৃহকর্তা হাফেজ আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে গ্রেফতার করেছে পুরিশ। এ লোমহর্ষক হত্যাকান্ডের জট খুলতে শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে। হাফেজ রবের স্ত্রী মিশরাত জাহান মিশুর সঙ্গে বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রী জাকির হোসেনের অনৈতিক সম্পর্কই হত্যাকান্ডের মূল কারন বলে ধারনা করছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মিশুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে র‌্যাব-৮’এর হাতে গ্রেফতার হওয়া জাকির ও তার সহযোগী জুয়েলের স্বীকারোক্তিমূলক তথ্যানুযায়ী হত্যাকান্ডের সাথে মিশরাত জাহান মিশুর জড়িত থাকার বিষয়টি সামনে আসে। গ্রাম্য কবিরাজ জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে আটক সহ লুটপাট করা মালামাল উদ্ধারের মাধ্যমে হত্যার মূল রহস্য উদ্ঘাটন করে র‌্যাব-৮ এর সদস্যরা। রবিবার সন্ধ্যায় ওই দুই ঘাতক বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ এনায়েত উল্লাহর কাছে লোমহর্ষক ট্রিপল মার্ডারের ঘটনার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
প্রবাসীর স্ত্রী মিশু ও ভাতিজী আছিয়া আক্তার আফিয়ার উদ্বৃতি দিয়ে থানা পুলিশের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, ঘটনার দিন (শুক্রবার রাতে) গ্রাম্য কবিরাজ জাকির হোসেন ও তার এক সহযোগি তাদের ঘুম থেকে ডেকে তোলে। এসময় গৃহকর্ত্রী মিশুকে বিবস্ত্র করে জাকির হোসেন আপত্তিকর ছবি তোলে। তার সাথে থাকা ব্যক্তিকে দিয়ে জাকির হোসেন বিবস্ত্র মিশুকে জড়িয়ে ধরা অবস্থায় বেশ কিছু আপত্তিকর ছবি তোলায় এবং হত্যাকান্ডের বিষয়ে মুখ খুললে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে মিশুকে হুমকি প্রদান করা হয়।
এছাড়াও ধার্মিক পরিবারের ওই দুই সদস্যকে কোরআন শরীফ স্পর্শ করিয়ে এ বিষয়ে কাউকে না বলার জন্য কছম করানো হয়। হত্যাকান্ডের বিষয় কাউকে জানালে জ্বীনের মাধ্যমে তাদের ক্ষতি করা হবে বলেও কবিরাজ জাকির হোসেন ভয়ভীতি প্রদর্শন করে। বিশেষ করে মিশুর দুই শিশু সন্তানের বড় ধরনের ক্ষতি হবে বলেও হুমকি দেওয়া হয়। রাতেই মিশু জাকিরের বিকাশ নম্বরে ৫ হাজার টাকা প্রেরন করে। রাতের এ ঘটনায় দেখে ফেলায় পর্যায়ক্রমে তিনজনকে হত্যার করা হয়।
আছিয়া আক্তার জানান, বিয়ে হলেও তার কখনও সন্তান হবে না এবং মিশু জানান তার লিভারের রোগ রয়েছে। এজন্য কবিরাজ জাকির হোসেন তাদের দুইজনকে বিভিন্ন রকমের চিকিৎসা করতেন। বিষয়টি জেনে পুলিশ ওই বাসা থেকে বিভিন্ন রকমের তাবিজ সহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে। এছাড়া জাকির হোসেন জ্বীনের ভয় দেখিয়ে ওই পরিবারটিকে গত তিন বছর পর্যন্ত জিম্মি করে রেখেছে।
পুলিশের ওই সূত্রটি আরও জানিয়েছেন শুক্রবার ভোর রাত চারটার দিকে প্রবাসীর স্ত্রী মিশু তার ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে কবিরাজ জাকির হোসেনের বিকাশ একাউন্টে পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন। যা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়। ফলে আলোচিত ট্রিপল হত্যাকান্ডে পরকীয়া প্রেম সংক্রান্ত বিষয়টি সামনে চলে আসে। এই হত্যাকান্ডে প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশুর কোন সংশ্লিষ্টতা রয়েছে কি না সে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি শুধু স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুটের কারনে না কি পরকীয়া প্রেমের কোন ঘটনা রয়েছে, তা বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ রবিবার প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশু ও ভাতিজী কলেজ ছাত্রী আছিয়া আক্তার আফিয়াকে থানায় ডেকে আনে। ওইদিন বিকেলে হত্যাকান্ডের শিকার তিনজনের জানাজা ও দাফনের সময় মিশু ও আছিয়াকে পুলিশ প্রহরায় বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার রাতেই আছিয়া আক্তার আফিয়াকে ছেড়ে দেওয়া হয়। আর গ্রেফতারকৃত ঘাতক জাকির ও জুয়েলের স্বীকারোক্তির ওপর ভিত্তি করে প্রবাসীর স্ত্রী নিহত মরিয়ম বেগমের পুত্রবধূ মিশরাত জাহান মিশুকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তেমন কোন তথ্য পাওয়া যায়নি বলেও সূত্রটি নিশ্চিত করেছেন। থানা পুলিশের ওই সূত্রটি আরও জানিয়েছে মিশরাত জাহান মিশুকে জড়িয়ে ঘাতক জাকির ও জুয়েলের স্বীকারোক্তির বিষয়টি রহস্যজনক বলে ধারনা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ