গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মেরুল বাড্ডায় ১৩তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪টা ২২মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে। তবে রাস্তায় যানজট থাকায় আমাদের ইউনিট এখনও পৌঁছাতে পারেনি।
আগুন বাণিজ্যিক নাকি আবাসিক ভবনে লেগেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। আমাদের কাছে এখন পর্যন্ত ১৩তলা ভবনে আগুন লাগার তথ্য আছে। এর বেশি কোনো তথ্য নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।