Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাখালী বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদেরকে পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নিন- খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ৮:৩৭ পিএম

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ ভোরে ভয়াবহ অগ্নিকান্ডে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছে খেলাফত মজলিস।

আজ সোমবার এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, আগুনে পুড়ে ঘর হারিয়ে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষগুলো পরিবার পরিজন নিয়ে যে নিদারণ কষ্টে পতিত হয়েছে তা ভাষায় বর্ণনা করার মত নয়। আমি মহান আল্লাহর দরবারে কামনা করছি, আল্লাহ যেন অসহায় এসব মানুষের কষ্ট দ্রুত লাঘব করে দেন। তাদেরকে ধৈর্যধারণের তৌফিক দান করেন। বিবৃতিতে মাওলানা ইসহাক আগুনে ক্ষতিগ্রস্থদেরকে ঘর নির্মাণসহ দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি ঘন ঘন আগুন লাগার কারণ উদঘাটন করে তা দ্রুত নিরসনের মাধ্যমে বস্তিবাসীর নিরাপদ জীবন নিশ্চিত করতে জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত মজলিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ