মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গাজা উপত্যকায় ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলিকে কাতার সমর্থন দিয়ে আসছে বলে দাবি করেছে ইসরাইল। তবে শুক্রবার ইসরাইলের এই দাবি উড়িয়ে দিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সামা নিউজ এজেন্সি।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আর্থিক সম্মেলনের সময় আল-থানি জানিয়েছেন যে, কাতার ২০১২ সাল থেকে গাজা উপত্যকা পুনর্নির্মাণে ১৪০ কোটি ডলার ব্যয় করেছে। কাতারি অর্থ গাজায় ‘সন্ত্রাসবাদী’ গোষ্ঠীগুলিতে যায় বলে ইসরাইল প্রায়শই যে দাবি করে আসছে তা প্রত্যাখান করে আল-থানি বলেন যে, ইসরাইল জানে যে কীভাবে এই অর্থ স্থানান্তরিত হয়। তিনি পুনরুক্তি করে বলেন, কাতার শান্তি অর্জনে সত্যিকারের এবং বিশ্বাসযোগ্য অংশীদার কারণ এটি কোনও বিরোধের সামরিক সমাধানে বিশ্বাসী নয়। কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, দরিদ্র ফিলিস্তিনি পরিবারগুলিকে প্রতি মাসে ১০০ ডলার করে দেয়ার জন্য কাজ করার পরেও কাতার একটি বিকৃতি অপ্রচারের মুখোমুখি হচ্ছে। তিনি নিশ্চিত করেছেন যে, কাতার গাজায় এমনভাবে কাজ চালাচ্ছে যা আন্তর্জাতিক আইনের বিরোধী নয়।
গত বুধবার আল-থানি টুইট করে বলেন, ‘কাতার গাজার পুনর্গঠনের জন্য ৫০ কোটি ডলার সহায্য ঘোষণা করেছে।’ তিনি আরও জানান, ‘আমরা ফিলিস্তিনে আমাদের ভাইদের তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার ও স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য সমর্থন অব্যাহত রাখব।’ সূত্র: মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।