বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘাস কাটা হলো না দু’কৃষকের। প্রতিদিনের ন্যায় কাক ডাকা ভোরে ঘর থেকে বের হয়ে দু’জনের আর বাড়ি ফেরা হলো না কৃষক মানিক ও মাসুমের। কোন কিছু বুঝে উঠার আগেই পিছন দিয়ে গফরগাঁও থেকে কিশোরগঞ্জগামি বালুবাহি একটি নন্বরবিহিীন ড্রাম ট্রাক তাদের পিষ্ট করে রেখে ফেলে যায়। গতকাল শনিবার(০৭জুন) সকালে পথচারিগণ দু’জনের লাশ সেতুর উপর পরে থাকতে দেখতে পায়। বেলা বাড়ার সাথে সাথে শত শত জনতা লাশ দেখতে ভীড় জমায়। মর্মান্তিক দর্ঘঠনাটি হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী হোসেনপুর গফরগাঁও মহাসড়কের খুরশিদমহল সেতুর উপর ঘঠেছে। নিহতরা গফরগাঁও উপজেলার খুরশিদমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে মানিক মিয়া(৩২) ও নুর হোসেনের ছেলে মাসুম মিয়া(২০)। স্থানীয় লোকজন ও ব্রীজের টোলপ্লাজার রুহুল মিয়া জানান, প্রতিদিনের মত চরাঞ্চল থেকে গরুর ঘাঁস কাটতে সোমবার ভোরে মানিক ও মাসুম খুরশিদমহল সেতুর উপর দিয়ে হেঁটে পার হওয়ার সময় বালু ভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো:রাসেদুজ্জামান জানান লাশ দু’টি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। ঘাতক ট্রাকটি সনাক্তের কাজ চলছে। এদিকে স্থানীয় গন্যমান্য লোকজন জানান এসব অবৈধ নম্বরবিহীন ট্রাকে নিয়মের তোয়াক্কা না করেই একটি প্রবাভশালী মহল দিনরাত শত শত ট্রাক দিয়ে কোটি- কোটি টাকার বালু লোট করছে। এতে করে ওভারলোডিং এর কারনে রাস্তা ও ব্রীজটি হুমকির মুখে পড়েছে। এদিকে ঘাতক ট্রাকটি টোল প্লাজার সিসি টিভিতে রেকর্ড রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।