মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে তিন শিশু রয়েছে। যাত্রীরা কালা-ই-নওয়া যাওয়ার পথে শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হারান। রবিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। উত্তরাঞ্চলের গভর্নর বাদগিস হুসামদউদ্দিন অভিযোগ করেন, রবিবারের হামলার সঙ্গে তালেবান গোষ্ঠী জড়িত রয়েছে। তারা গাড়িতে আগে থেকেই বোমা পেতে রেখেছিলেন বলেও ধারণা তার। হামলার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা সদস্যরা। পুরো এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতলে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি। আফগানিস্তের শান্তি প্রক্রিয়া নিয়ে শনিবার তালেবান জ্যেষ্ঠ নেতা এবং জাতিসংঘের কর্মকর্তাদের মাঝে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে তালেবান নেতারা আফগানিস্তানে শান্তি ফেরাতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান।
আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।