Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ৪:৪৯ পিএম

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার। পারস্য উপসাগরীয় দেশ কুয়েত ইসরাইলের সঙ্গে সম্পর্ক করবে না বলে ঘোষণা দেয়ার কয়েক দিন পর কাতার এই কথা বলল।
কাতারের পররাষ্ট্রমন্ত্রীর শেখ আব্দুর রহমান বিন আলে সানি বলেছেন, ফিলিস্তিনি ভূখ-ে ইসরাইলি দখলদারিত্ব অবসান না ঘটানো এবং কয়েক দশকের সঙ্ঘাতের নিরসন না করা পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে কাতারি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার প্রধান কারণ হলো ফিলিস্তিনি ভূখ-ে দখলদারিত্ব। গত শুক্রবার তার এ সাক্ষাৎকার সম্প্রচারিত হয়।
শেখ আব্দুর রহমান বিন আলে সানি বলেন, যেসব কারণে কাতার এতদিন ইসরাইলকে স্বীকৃতি দেয়নি সেসব কারণ এখনও রয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইসরাইল কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই দীর্ঘদিনের এ সমস্যার সমাধান হয়ে যাবে না। সূত্র : প্রেস টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ