Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা কতটুকু ঈমানদার হতে পেরেছি-৩

এ. কে. এম. ফজলুর রহমান মুনশী | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০২ এএম

উহুদের যুদ্ধের একটি ভুল চিন্তার খেসারাত দিতে হয়েছে সত্তরজন বীর মুজাহিদের জীবন দানের মাধ্যমে। স্বয়ং রাসূল (সা.) নেতৃত্বে তারা যুদ্ধ করেছিল। এর দ্বারা বুঝা যায়, পরাজয়ের পথ অবলম্বন করলে মুসলমান হলেও পরাজয় হবে। আর বিজয়ের পথে হাঁটলে ইহুদি খ্রীস্টান হলেও বিজয় লাভ করতে পারে। ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা মুসলমানরা যত তাড়াতাড়ি উপলব্ধি করবে তত তাড়াতাড়ি মুসলমানদের বিজয় আসবে।
উহুদের যুদ্ধে মুসলমানেরা পরাজয়ের পক্ষাবলম্বন করেছেন বলে তাদের পরাজয় হয়েছে। আল কোরআন বলছে ‘এটা তাদের হাতের কামাই’। আল কোরআনে বলা হয়েছে, ‘কী ব্যাপার, তোমাদের ওপর যখন একটি বিপদ আসল তখন তোমরা বললে কোথা থেকে এলো? অথচ তোমরা দ্বিগুণ বিপদে পড়েছিলে। অতএব বলে দাও এ বিপদে এসেছে তোমাদের পক্ষ থেকে। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান।’ (সূরা আলে ইমরান, আয়াত ১৬৫)।

মুসলমানদের সরলতাকে পুঁজি করে ইহুদি খ্রীস্টান চক্র মুসলমানদের বিরুদ্ধে সর্বগ্রাসী ষড়যন্ত্রে লিপ্ত। সুতরাং উদাস-সরলতা নয়, বরং পূর্ণ সর্তক থাকতে হবে। আল কোরআন মুসলমানদের সরলতার পরিচয় দেওয়ার পাশাপাশি সর্তক থাকতে, অশ্রু বিসর্জন দেয়ার সাথে সাথে শত্রুর মোকাবিলায় শক্তি সঞ্চয় ও প্রস্তুতি গ্রহণ করার কথা বলা হয়েছে। ‘হে মুমিনগণ সতর্কতা অবলম্বন কর; এর পর পৃথক পৃথক সৈন্যদলের কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়া। (সূরা নিসা আয়াত ৭১)।

আল কোরআনে ইরশাদ হয়েছে, ‘কাফেররা চায় যে, তোমরা অস্ত্রশস্ত্র, আসবাবপত্র সম্পর্কে অসর্তক হও, তাহলে তোমাদের ওপর একযোগে ঝাঁপিয়ে পড়তে পারে।’ অন্য আয়াতে আছে, তোমরা তাদের প্রতিরোধের জন্য যথাসাধ্য শক্তি ও অশ্বাবাহিনী তৈরি করে রাখবে, এর দ্বারা সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে।’ (সূরা আনফাল, আয়াত, ৬০)।

আজ মুসলমানদের জঙ্গিবাদ নামকরণ করে সারা বিশ্বে চলছে মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন। ধর্মপ্রাণ মুসলমানদের ওপর চলছে নানা ষড়যন্ত্র। তারপর ও খাঁটি মুসলমানরা বসে নেই এগিয়ে চলেছে দুর্বার গতিতে। চলমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই, পৃথিবীতে নরকখ্যাত কুখ্যাত গুয়ান্তানামোবে কারাগার এখন থেকে প্রায় বিশ বছর আগে তৈরি করা হয়েছিল। আমেরিকা কোনো বন্দিকে এর ভেতর না ঢোকাবার সিদ্ধান্ত নিয়েছিল।

এই কারাগারে আটক করার পর শত নির্যাতনের পর মুসলমানদের মনোবল ভাঙতে পারেনি ও পছন্দমত স্বীকারোক্তি আদায় করতে পারেনি। বন্দি খালেদ শেখ মুহাম্মদ একপত্রে তার মামলার বিষয়ে বেশ কিছু কথা লিখেছেন, তিনি আমেরিকানদের ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন। এ কারাগারে বন্দি হওয়ায় তিনি পেরেশান নন এবং আনন্দিত। সংবাদ মাধ্যম এটাকে আমেরিকার লজ্জা হিসেবে অভিহিত করা হয়েছে। আমেরিকা ২০০২ সালের ১১ই জানুয়ারি এই কারাগারটি প্রতিষ্ঠিত করে। এটা গুয়ান্তানামোবে কারাগার হিসেবে সারা বিশ্বে পরিচিত। নাইন এলেভেনের মিথ্যা অজুহাতে।
আমেরিকা আফগানিস্তানের ওপর হামলা করে এবং সেখানে অসংখ্য মুসলিম যুবককে বন্দি করে। আমেরিকার বর্ণনা মতে, তারা আমেরিকান বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিল, আমেরিকার অস্তিত্বের হুমকি স্বরূপ অথবা নাইন ইলেভেনের কোনো ঘটনার সাথে হয়তবা তারা জড়িত। এখানে আমেরিকা মুসলিম যুবকদের নির্যাতনের কোনো ধরন বাকি রাখেনি। বন্দিদের নিঃসঙ্গ খাঁচায় রাখা হতো। শোয়ার জন্য একটি শক্ত সিট, দুভাজ করা একটি কম্বল, পরার জন্য বিশেষ লাল ইউনিফরম ও খুব পাতলা টপ্পল স্যান্ডেল দেয়া হতো।

গুয়ান্তানামোবে কারাগারে সব চেয়ে বড় শান্তি হলো, মলমুত্র ত্যাগের জন্য বাথরুমে যাওয়ার অনুমতি নেই। বরং খাঁচার মধ্যে প্লাস্টিকের দুটি বালতি দেয়া হতো। তারা তাতে প্রকাশ্যে পৃথক পৃথকভাবে মলমুত্র ত্যাগ করত। এগুলোকে আবার তাদের কাছে রেখে দেয়া হতো। কি শীত কি গরম বন্দিদের ওই খাঁচায় থাকতে হতো। জিজ্ঞাসাবাদের সময় ইলেকট্রিক শক দেয়া হতো। নিঃশ্বাস বন্ধ করে দেয়া ও বরফের ওপর শুইয়ে দেয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার। বন্দিদের উলঙ্গ করে শিকারী কুকুর লেলিয়ে দেয়া হতো। এতে যখন তারা সফল হয়নি তখন পবিত্র কোরআন শরীফের সাথে অবমাননাকর আচরণ করা হতো। হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে অত্যান্ত বেয়াদবীপূর্ন আচরণ করত। এরপর বন্দিদের কাবু না করতে না পারলে মেরে ফেলা হতো। (শহীদ করে দেয়া হতো)।

উইকিপিডিয়া-এর সূত্র মোতাবেক, সেখানে পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটছে। বার বছর পর দেখা গেছে কেউ ইসলাম ত্যাগ করেনি বরং অনেকে আল কোরআনের হাফেজ হয়ে বের হয়েছেন। তাই বিশ্ব মুসলিমকে আজ খাঁটি ঈমানদার হতে হবে। আল কোরআনের নির্দেশ মোতাবেক জাগতিক জ্ঞানও আন্তরিক শক্তির অধিকারী হতে হবে। এর জন্য যা কিছু দরকার তা’ অর্জন ও ব্যবহারে পারঙ্গম হতে হবে। অন্যথায় গুয়ান্তানামোবে কারাগারের মতো নির্মম পরিণতির সম্মুখীন হওয়া মোটেই অসম্ভব নয়।

 

 



 

Show all comments
  • রফিকুল ইসলাম ৫ জুন, ২০২১, ১:৩৪ এএম says : 0
    সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমানের বিপরীত কুফর। ঈমান সত্য, কুফর মিথ্যা। ঈমান আলো, কুফর অন্ধকার। ঈমানই জীবন, কুফর মৃত্যুতুল্য। ঈমান শুধু মুখে কালেমা পড়ার নাম নয়, ইসলামকে তার সব অপরিহার্য অনুষঙ্গসহ মনেপ্রাণে গ্রহণ করার নাম ঈমান।
    Total Reply(0) Reply
  • মুক্তিকামী জনতা ৫ জুন, ২০২১, ১:৩৪ এএম says : 0
    ঈমান হলো, ওহি বা আসমানি প্রত্যাদেশের মাধ্যমে জানা সব কিছুকে সত্য বলে বিশ্বাস করা। ঈমানের ভেতর অজ্ঞতা, অনুমান, কল্পনা ও কুসংস্কারের কোনো অবকাশ নেই।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ৫ জুন, ২০২১, ১:৩৪ এএম says : 0
    ঈমান অবিচল বিশ্বাসের নাম। সংশয় ও দোদুল্যমানতা এখানে থাকতে পারে না। বিশ্বাস যদি দৃঢ়ই না হয়, তাহলে তা ঈমান হয় কিভাবে?
    Total Reply(0) Reply
  • তারেক আজিজ ৫ জুন, ২০২১, ১:৩৪ এএম says : 0
    মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তারাই ঈমানদার, যারা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে লড়াই করে। তারাই সত্যনিষ্ঠ।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১৫)
    Total Reply(0) Reply
  • নোমান মাহমুদ ৫ জুন, ২০২১, ১:৩৫ এএম says : 0
    সত্যের সাক্ষ্যদান ও ইসলামের স্তম্ভগুলো যথাযথ পালন ঈমানের দাবি। অন্তরের বিশ্বাসের সঙ্গে মুখেও সত্যের সাক্ষ্য দেওয়া ঈমানের অন্যতম স্তম্ভ।
    Total Reply(0) Reply
  • রুবি আক্তার ৫ জুন, ২০২১, ১:৩৫ এএম says : 0
    ঈমানদার কখনো সত্য গোপন করে না। আবার সে কখনো মিথ্যা ও অবাস্তব সাক্ষ্যও দেয় না। পবিত্র কোরআনে এসেছে, ‘আল্লাহ সাক্ষ্য দেন, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো উপাস্য নেই, ফেরেশতারা ও জ্ঞানীরাও (এ সাক্ষ্য দেয়); আল্লাহ ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৮ )
    Total Reply(0) Reply
  • কে এম শাকীর ৫ জুন, ২০২১, ১:৩৫ এএম says : 0
    ঈমানদারগণ ঈমানের দিক দিয়ে সমান নয়। তাদের মাঝে পার্থক্য রয়েছে। তবে শক্তিশালী মুমিনগণ অধিক উত্তম এবং আল্লাহর নিকট অধিক প্রিয়। কিন্তু দুর্বল মুমিনরাও কল্যাণ থেকে বঞ্চিত নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈমান

১৮ আগস্ট, ২০২২
২৫ এপ্রিল, ২০২২
৫ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন