পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সমমনা ইসলামী দল সমূহের নেতৃবৃন্দ বলেন, আল্লামা কাসেমীর ইন্তেকালে জাতির যে অফুরন্ত ক্ষতি সাধিত হয়েছে, তা কখনো পূরণ হবার নয়। ঈমান ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরী ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)। গতকাল শনিবার বাদ আসর পুরানা পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে সমমনা ইসলামী দল সমূহ আয়োজিত আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথগুলো বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খয়ের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা ফয়সল আহমদ, জমিয়তের অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার ছয়ঘরী, মুসলিম লীগের সহ সভাপতি কুরত উল্লাহ, ঢাকা মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা আব্দুর রহমান, আমীর আলী হাওলাদার, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ হুযাইফা ইবনে ওমর ও ফোজায়েল আহমদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।