বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৃষ্টির পানি নিস্কাশনের দ্বন্ধে ভাতিজার রডের আঘাতে নুরু মিয়া (৮০) নামে চাচার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত নিহতের ভাতিজা অলি উল্লাহকে গ্রেফতারপূবর্ক (৩০) শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টি এলে নিহত নূরু মিয়ার বসত বাড়িতে ভাতিজা অলি উল্লাহর ছাদের পানি পড়ে। এতে নুরু মিয়ার বাড়ীর মাটি ভেঙ্গে গর্ত হয়ে যায়। বৃষ্টির পানি নামার জন্য ভাতিজাকে পাইপের কথা বললে সে অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে চাচা নুরু মিয়া ও ভাতিজা অলি উল্লাহ ও রহমত উল্লাহর মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাতিজা অলি উল্লাহ বসত ঘর থেকে লোহার রড এনে জানালা দিয়ে চাচা নুরু মিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পরে। তখন এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত নুরু মিয়া দিলালপুর গ্রামের নিহত চাঁন মিয়ার ছেলে।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাতিজা অলি উল্লাহকে (৩০) আটক করেছি। সে নিহতের চাচাত ভাই আলী আকবরের ছেলে। উক্ত ঘটনায় নিহতের মেয়ে হনুফা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই মামলা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।