Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে বাসে বোমা হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ৭:৩৮ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় অন্তত চারজনের প্রাণ গেছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল বৃহস্পতিবার (৩ জুন) কাবুলের একটি মিনিবাসে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে আফগান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বার্তাসংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে গত দুই দিনের এটা নিয়ে তৃতীয়বার হামলার ঘটনা ঘটল। দেশটিতে অবস্থান করা সেনাদের যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়ার কারণে সামনের মাসগুলোতে এ ধরনের হামলা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাসহ সকল বিদেশিকে সেনাকে পুরোপুরি সরিয়ে নেওয়ার কাজ চলছে।
আফগান পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমের একটি এলাকায় রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে। এলাকাটিতে মূলত শিয়া জনগোষ্ঠীর মানুষই বেশি বসবাস করে।
আফগানিস্তানে সম্প্রতি শিয়াদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। তবে বৃহস্পতিবারের হামলার দায় কোনো সংগঠন এখনও স্বীকার করেনি।
এ সপ্তাহের শুরুর দিকে কাবুলে দুটি বাসে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার ঘটনায় জঙ্গি সংগঠন আইএস-এর আফগানিস্তান শাখা দায় স্বীকার করেছে।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতা অনেক বেড়ে গেছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপক আধিপত্য গড়ে তুলছে তালেবানরা। আশঙ্কা করা হচ্ছে, সেপ্টেম্বরে মার্কিন সেনারা চলে গেলে সেখানে সহিংসতা চরম পর্যায়ে পৌঁছাবে। সূত্র: এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ