Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কোচ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১২:১২ এএম

বড় টুর্নামেন্টে সুযোগের লোভ দেখিয়ে ১৭ বছরের এক কিশোরীকে লাগাতার ধর্ষণ করলেন তার টেনিস কোচ। ভারতের জয়পুরের এক টেনিস কোচের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনল ওই কিশোরীর পরিবার। একবার নয়, বিভিন্ন সময়ে বারবার ওই কিশোরীকে তার কোচ ধর্ষণ করেছে বলে অভিযোগ এনেছেন তারা। এ বিষয়ে জয়পুরের জ্যোতি নগর থানায় ওই কোচের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতার পরিবার। মঙ্গলবার সেই কোচকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। মামলার এজহারের বরাতে গণমাধ্যমটি জানায়, জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে ওই কোচের অধীনে কোচিং নিতেন নির্যাতিত। টেনিসে বড় ক্যারিয়ার গড়ে দেবেন বলে প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন অভিযুক্ত কোচ। বড় টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়ার কথা বলে গত মার্চে ওই কিশোরীকে উদয়পুরে নিয়ে যান কোচ। সেখানেও তাকে ধর্ষণ করেন। জয়পুরের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে , মেয়ের আচরণে পরিবর্তন দেখে সন্দেহ হয় তার বাবা-মার। তাকে এ বিষয়ে জেরা করলে তখন ভেঙে পড়ে সে জানায় যে, তাকে বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে। বিষয়টি আমরা আমলে নিয়েছি। অভিযুক্ত কোচকে গ্রেফতার করা হয়েছে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ