Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওলামায়ে কেরামকে উত্তম আখলাক নিয়ে ইসলাম প্রচারে কাজ করতে হবে- পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ৯:২০ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ওলামায়ে কেরামকে উত্তম আখলাক ও দরদ নিয়ে ইসলাম প্রচারে কাজ করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার জন্য ওলামায়ে কেরামকে সর্বত্র সততা ও তাকওয়ার সাথে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, রাষ্ট্রে আলেম সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় যোগ্যতা, দক্ষতা ও দূরদর্শী অর্জন করতে হবে। সকল দল ও সামাজিক সংগঠনকে বৃহত্তর স্বার্থে ইসলামের পক্ষে সম্পৃক্ত করার গুরুদায়িত্ব ওলামায়ে কেরামকে পালন করতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, মুফতী ওমর ফারুক সন্ধিপী, ড. অধ্যাপক আফম খালিদ হোসেন, ড. মাওলানা বেলাল নূর আজিজী, মুফতী ফরিদ উদ্দিন আল মোবারক।

মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, রাসুল (সা.) ও হযরত সাহাবায়ে কেরামের আখলাক থেকে সরে আসার কারণে আজ আমাদের এই করুণ পরিণতি। তিনি সকলকে মেজাজে, মননে, আদবে, আখলাকে সর্বক্ষেত্রে নবী (সা.)-এর আদর্শের অনুসরণ ও অনুকরণের আহ্বান জানান।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর ২০২১-২২ সেশনের জাতীয় নির্বাহী পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পরিচিত ও তাদেরকে শপথ বাক্য পাঠ করান পীর সাহেব চরমোনাই।

কমিটির দায়িত্বশীলগণ হলেন, সভাপতি, মাওলানা নূরুল হুদা ফয়েজী, সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুল হক আজাদ, মুফতি ওমর ফারুক স›দ্বীপি,মাওলানা খালেদ সাইফুল্লাহ, ড. মাওলানা মোস্তাক আহমদ, ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, সাধারণ সম্পাদক, মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, শায়েখ মিজানুর রহমান, মাওলানা আজিজুর রহমান, মাওলানা ড. বেলাল নূর আজিজি, মুফতী মুহা: কেফাতুল্লাহ কাশফী, সহ-সাধারণ সম্পাদক, মুফতি সামসুদ্দোহা আশরাফী, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী (গাজীপুর),মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মুফতি রেজাউল করীম আবরার, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ কাসেমী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন.

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নূরী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি তাজুল ইসলাম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মজিবুর রহমান (খলিফা হুজুর, কালিশ^রী), ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি গোলাম মাওলা ভ‚ইয়া, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা শাহজাহান আল হাবিবী, শরীয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আখির কাসেমী, ফতোয়া বিষয়ক সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ কাসেমী, আমরুবিলমা’রুফ ও নাহীআনিল মুনকার বিষয় সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মুর্তুজা কাসেমী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কাওসার বাঙ্গালী, প্রচার সম্পাদক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা নাজির আহমদ শিবলী, দপ্তর সম্পাদক মুফতি আখতারুজ্জামান মাহদী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা জোবায়ের আব্দুল্লাহ কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা রেদোয়ান হাসান, যাকাত বিষয়ক সম্পাদক মাওলানা এহসান সন্ধিপী, হজ বিষয়ক সম্পাদক মাওলানা ইসমাঈল সিরাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী কক্সবাজার, মসজিদ বিষয়ক সম্পাদক মাওলানা মনসুরুল হক জিহাদী, মসজিদ ভিত্তিক গণ শিক্ষা বিষয় সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার হামিদী, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম কাসেমী, মহিলা মাদরাসা বিষয়ক সম্পাদক মুফতি সানাউল্লাহ কাসেমী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা বাছির উদ্দিন মাহমুদ,ওলামা কল্যাণ সম্পাদক মাওলানা জাফর আহমাদ শাহতলী, এবতেদায়ী মাদরাসা ও মক্তব বিষয় সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক রাজাপুর, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মুসা বিন কাসেম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা বদরুজ্জামান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মাদুল্লাহ আনসারী, গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি জাবের হোসাইন, খেদমতেখালক বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মোহাম্মদ ইলিয়াছ সাদী, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি আমিমুল ইহসান (ঢাকা), সাহিত্য বিষয়ক সম্পাদক মুফতি লুৎফর রহমান ফরাজী, খানকাহ বিষয়ক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুন্নবী হক্কানী, সদস্য মুফতি গোলামুর রহমান (খুলনা), মাওলানা ইমতিয়াজ আলম (ঢাকা), মাওলানা মুকবুল হোসাইন (মুহতামিম জামিয়া কারিমিয়া), মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ (ঢাকা), মাওলানা ইউনুছ ঢালী, মাওলানা খালেদ কাসেমী আজহারী, মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, মাওলানা শোয়াইব আহমাদ আশরাফী, মাওলানা আব্দুল মালেক ফয়েজী (বি-বাড়িয়া), মাওলানা হাবিবুল্লাহ আনছারী, মাওলানা তাওকির আবু তাহের, মাওলানা আব্দুল হালিম, মাওলানা সালাউদ্দীন জাহাঙ্গীর, মুফতি আব্দুল্লাহ (খুলনা), মাওলানা মাহমুদুল হুসাইন ওয়ালিউল্লাহ পীর সাহেব কেওরা বুনিয়া), মুফতি মাযহারুল ইসলাম রাশেদী, মাওলানা আশরাফুজ্জামান (রাহমানিয়া মোহাম্মাদপুর ঢাকা), মুফতি নিজামুদ্দিন (মানিকগঞ্জ), মাওলানা আব্দুল বারী (নরসিংদী), মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা দ্বীন ইসলাম (নারায়নগঞ্জ), মাওলানা আমিনুল ইসলাম (রাজবাড়ী), মাওলানা আনসার আহমদ (পীর সাহেব বাগিচাপুর), মুফতি আজিজুল রহমান আল মাদানী, মাওলানা মাহমুদুল হাসান কাশেমী, মাওলানা মুঈনুদ্দীন (সাভার),মাওলানা নুরুল আলম (আদিব) ও মুফতি আব্দুল্লাহ শিবলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ