Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে শ্বশুর শাশুড়ির অত্যাচারে গৃহবধূর আত্মহত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১:৩৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে যৌতুকের স্বর্ণালংকার দিতে না পারায় শ্বশুর-শাশুড়ির অত্যাচারে মেঘলা আক্তার (২০) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় সোমবার রাতে মির্জাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মেঘলা আক্তার উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের ওমান প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী।
জানা গেছে, গত ডিসেম্বরে কুড়িপাড়া গ্রামের মোশারফ হোসেনের সঙ্গে পাশ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের মেয়ে মেঘলা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে দুই ভরি ওজনের স্বণালংকার দেয়ার কথা ছিল। সেই যৌতুকের স্বর্ণালংকার মেঘলার বাবা-মা দিতে না পারায় শ্বশুর শাশুড়ি তাকে বকাঝকা করতেন। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদও হতো বলে জানা গেছে। শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে রবিাবর দুপুরে মেঘলা বসত ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেঘলার মা তার মেয়ের মৃত্যুর জন্য শ্বশুর শাশুড়িকে দায়ী করে শাস্তি দাবি করেছেন বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপু সরকার জানিয়েছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, যৌতুকের কারণে আত্মহত্যা করে থাকলে তদন্ত সাপেক্ষে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ