মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা নিয়ে বক্তব্য দিয়ে আবারও বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের যোগগুরু রামদেব। তিনি বলেছেন, যোগ ব্যায়ামের ডাবল ডোজ নিচ্ছেন, তার আর করোনার টিকা লাগবে না। সোমবার ভারতে এক অনুষ্ঠানে রামদেব আরও বলেন, ভবিষ্যতে সারা বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়বে আয়ুর্বেদের। তিনি বলেন, আমি গত বেশ কয়েক দশক ধরে যোগের ডাবল ডোজ নিচ্ছি। এটাই আমার জন্য যথেষ্ট। আমার করোনা টিকার প্রয়োজন নেই। অ্যালোপ্যাথি চিকিৎসার সমালোচনা করে রামদেব বলেন, গত ১৫ মাস ধরে এত যে মানুষ করোনায় প্রাণ হারাচ্ছেন, তা ঠেকাতে ব্যর্থ অ্যালোপ্যাথি। যা প্রমাণ করে যে অ্যালোপ্যাথি পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে পারে না। তিনি বলেন, ১০০ কোটি ভারতীয় এবং পরবর্তীতে গোটা বিশ্ব আয়ুর্বেদকে গ্রহণ করবেন ভবিষ্যতে। সমাজের একটি অংশ বর্তমানে ইচ্ছে করে আয়ুর্বেদকে তা উপেক্ষা করছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।