Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা পরবর্তী জটিলতায় ডা: মর্তুজা হারুনের ইন্তেকাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ৩:৪৮ পিএম

চট্টগ্রামে করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডা. গোলাম মর্তুজা হারুন চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ২১ জন চিকিৎসক মারা গেছেন বলে বিএমএ জানিয়েছে। জানা গেছে, প্রায় ৭০ বছর বয়সী মর্তুজা হারুনের বাড়ি সিলেট জেলায়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। বিএমএ এর চট্টগ্রাম জেলায় তিনি দুই দফায় সভাপতির দায়িত্ব পালন করেন।বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির গত কমিটির উপদেষ্টাও ছিলেন তিনি। বিএমএ চট্টগ্রাম জেলার সভাপতি ডা. মুজিবুল হক খান জানান, গত ১২ মে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ১০ দিন পর ২২ মে নেগেটিভ আসে। কিন্তু ফুসফুসের সংক্রমণ ছিল নিয়ন্ত্রণহীন। এছাড়া তিনি কিডনি জটিলতায়ও ভুগছিলেন। কোভিড পরবর্তী অবস্থার আরও অবনতি হলে গত ২৭ মে তাকে সিএসসিআর হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ