বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে বড় ধরনের ভ্যাট ছাড় সুবিধার আওতায় আসছে আমদানিনির্ভর দেশী ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পের বেশ কয়েকটি পণ্য। একই সঙ্গে এসব পণ্যের চলমান শুল্ক-কর সুবিধাগুলোও আগামী বাজেটে অব্যাহত রাখা হবে। সেক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত ভ্যাট ছাড় পেতে যাচ্ছে খাতসংশ্লিষ্ট বেশকিছু পণ্য। এছাড়া শিল্পটিতে নতুন কারখানা স্থাপনে কর অবকাশ সুবিধা দেয়া হবে ১০ বছর পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্থানীয় বিনিয়োগপ্রবাহ ও কর্মসংস্থান বাড়াতে শিল্পায়নে উৎসাহ দিচ্ছে সরকার। একই সঙ্গে দেশেই পণ্য উৎপাদনের মাধ্যমে বিদেশনির্ভরতা কাটানোর লক্ষ্য রয়েছে। এজন্য আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানিনির্ভর বেশকিছু পণ্যে আয়কর ও ভ্যাটে ছাড় দেয়ার প্রস্তাব করবে এনবিআর। আগামী ৩ জুন জাতীয় সংসদে উত্থাপনের অপেক্ষায় থাকা বাজেটে বাংলাদেশে উৎপাদিত পণ্যের জন্য এসব সুবিধা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ শীর্ষক পরিকল্পনার আওতায় এসব ছাড় দেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে।
এনবিআর জানিয়েছে, আগামী বাজেটে দেশী কোম্পানি উৎপাদিত সেলফোন হ্যান্ডসেট, লিফট, রেফ্রিজারেটর, এসি, ফ্রিজ, অটোমোবাইল, টিভিসহ ইলেকট্রনিকস ও অটোমোবাইল শিল্পের জন্য ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হতে পারে।
তিন বছরের জন্য এ সুবিধা বহাল থাকার সম্ভাবনা রয়েছে। চলতি অর্থবছরের জুন পর্যন্ত ১৫ শতাংশ ভ্যাট ছাড় সুবিধা চলমান রয়েছে। এছাড়া ওয়াশিং মেশিন, ইলেকট্রিক সুইং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, বেøন্ডারসহ হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনে নতুন করে ভ্যাট অব্যাহতির ঘোষণা আসতে পারে আগামী বাজেটে। হোম অ্যাপ্লায়েন্স সামগ্রীর জন্য নতুনভাবে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির সুবিধা দেয়া হবে। এ সুবিধা শুধু উৎপাদন পর্যায়ে দেয়া হবে। বিক্রিতে ভ্যাট সুবিধা থাকবে না। সেক্ষেত্রে নিয়ম অনুসারে ভ্যাট দিতে হবে। অন্যদিকে ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সের এসব পণ্য উৎপাদনে নতুন কারখানা স্থাপন করলে ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধার ঘোষণাও আসতে পারে আগামী বাজেটে। তবে পুরনো কারখানা যাদের রয়েছে, তারা এ সুবিধার আওতায় থাকবে না, এমন প্রস্তাব থাকতে পারে বাজেটে। উৎপাদনকারীদের মূল্য সংযোজনের বিষয়টি নিশ্চিত করতে হবে। ভ্যালু অ্যাডিশন বা মূল্য সংযোজন ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নিশ্চিত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।