Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চীনে ৭১ নদীর পানি বিপদসীমার ওপরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

চীনের ৭১টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে করে বড় বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশটিতে। বুধবার এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে গত মাসের শেষদিকে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের উপ-পরিচালক জিয়া জিয়াওলং বলেছিলেন, গ্লোবাল ওয়ার্মিং চীনকে হিটওয়েভের পাশাপাশি বন্যার মতো চরম আবহাওয়ার দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবেদনে চীনা পানিসম্পদ মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, সা¤প্রতিক সপ্তাহগুলিতে মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু অংশে বৃষ্টিপাত রেকর্ড উচ্চতায় উঠেছে যদিও গত বছরের তুলনায় এ বছর সামগ্রিক বৃষ্টিপাত প্রায় ১০ শতাংশ কম। ইয়াংটজি এবং এর উপনদীগুলিতে জলের স্তর আগামী সপ্তাহে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জুন থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে বড় বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আরো বলা হয়, কিছু পর্যবেক্ষণ স্টেশন সতর্কতা জারি করছে। ১৯৬১ সালের পর দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত গ্রীষ্মে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ