Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোয়াজ্জেম হোসেন আলালের ছোটভাই কাউন্সিলর জেলাল আর নেই

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:৪৭ পিএম

বরিশাল সিটি করপোরেশনের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল-এর ছোট ভাই সৈয়দ জাকির হোসেন জেলাল আর নেই। ঢাকার স্কয়ার হাসপাতালে ফুসফুস-এর সংক্রমণের চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু ঘটে। ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।

মঙ্গলবার রাতেই জেলাল-এর মৃত্যু সংবাদ নগরীতে ছড়িয়ে পড়লে দূর্যোগপূর্ণ অবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষ তার বাসভবনে জমায়েত হন। এসময় বহু নারী-পুরুষ কান্নায় ভেঙে পরেন। বুধবার সকাল থেকেও হাজার হাজার শোকার্ত মানুষের ঢল নামে জেলারের বাস ভবনে। সকালের কিছু পরে তার লাশ বরিশালে পৌছলে হাজার হাজার মানুষ আহাজারী করতে থাকেন। এক শোকার্ত পরিবেশে সবাই কান্না ভেঙে পড়েন।

বুধবার বিকেল বরিশাল জেলা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে জাকির হোসেন জেলালের লাশ দাফন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ