Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষা সৈনিক, ২০ দলীয় ঐক্যজোট নেতা লোকমান হাকিমের ইন্তেকাল

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১১:৫০ এএম

ভাষা সৈনিক, প্রখ্যাত শ্রমিকনেতা মোঃ লোকমান হাকিম (৮০) আজ বুধবার ভোর ৪টায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খুলনার ২০ দলীয় ঐক্যজোটের অন্যতম শীর্ষ এ নেতা পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর খালিশপুর গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

তিনি বাংলাদেশ লেবার পার্টির খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ছিলেন।

খুলনা ২০ দলীয় জোটের সমন্বয়ক, নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, লোকমান হাকিম আজ ভোর ৪টায় ইন্তেকাল করেছেন । অত্যন্ত বড় মাপের শ্রমিক নেতা লোকমান হাকিম ছিলেন সুবক্তা স্পষ্টবাদী। আজকের খুলনা গড়ার আন্দোলনে নিবেদিত প্রান। শ্রমিক আন্দোলনের প্রান পুরুষ সদা হাস্যোজ্জল নির্লোভ হিসেবে সকলের প্রিয়। গণতান্ত্রিক আন্দোলনে তার বীরোচিত ভূমিকা গণতন্ত্রকামী জনগন ও আন্দোলনকারীদের অনুপ্রেরনা হিসেবে কাজ করবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ