Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, সামাজিক মাধ্যমে উৎকণ্ঠা

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১১:৩৮ পিএম

বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় 'ইয়াস' নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎকণ্ঠা জানিয়েছেন নেটিজেনরা। শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে উপকূলবাসী। এমন পরিস্থিতিতে ফেসবুকে অনেকেই উৎকণ্ঠা প্রকাশ করে পোস্ট দিয়েছেন। আসন্ন দুর্যোগ মোকাবেলায় সচেতনতা মূলক পোস্টগুলোও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

আজ মঙ্গলবার (২৫ মে) সকাল ৬টায় ঘূর্ণিঝড় সংক্রান্ত আবহাওয়া বিশেষ বুলেটিনে বলা হয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৬ মে) ভোর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানান, গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ৯ কিলোমিটার গতিতে এগিয়েছে এবং এটি আরও শক্তি সঞ্চয় করছে। ঘূর্ণিঝড়ের পুরো গতিপথ ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে। এটি উপকূলে আসার পর ভারতের দিকে যাওয়ার পথে বাংলাদেশের খুলনা এবং সাতক্ষীরা উপকূলে কিছুটা বৃষ্টিপাত হবে।

উৎকণ্ঠা জানিয়ে তৌফিক উমর শহিদ লিখেছেন, ‘‘ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসছে বাংলাদেশের উপকূল সংলগ্নে। সবাই সচেতন থাকুন, আর সাধ্যনুযায়ী শুকনা খাবার সঙ্গে রাখুন। আর আসুন আমরা আমাদের অর্জিত অর্থ থেকে সামান্য কিছু দিয়ে হলেও পাশে থাকি এই দুর্যোগ মোকাবেলায়।’’

আসন্ন বিপদ থেকে মুক্তির আকুতি জানিয়ে নাজিম উদ্দিন শোহাগ লিখেছেন,‘‘বিপদাপদ থেকে পরিত্রাণের জন্য পবিত্র কোরআন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিছু দোয়াও আমলের কথা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মাছওয়ালা নবী ইউনুস (আঃ) মাছের পেটে গিয়ে যখন দু‘আ পড়েছিলেন তা হলো এই ‘‘লা- ইলা-হা ইল্লা- আন্তা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায্ যোয়া-লিমীন’’ অর্থাৎ- ‘‘তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই। তুমি পবিত্র, আমি হচ্ছি যালিম বা অত্যাচারী অপরাধী’’- (সূরা আম্বিয়া ২১:৮৭)।----(মিশকাত, হাদিস নম্বর: ২২৯২)।’’

ইয়ামিন খান লিখেছেন, ‘‘মানবিকতাকে ধারণ করতে পারলে ঘুর্ণিঝড় মোকাবেলা করা সম্ভব। অন্যান্য প্রাণীরা বিপদে আশ্রয় চাইলেও আশ্রয় দিতে হবে। একজনের বিপদে আরেকজনকে এগিয়ে আসতে হবে।’’

সচিন চক্রবর্তী জয় লিখেছেন, ‘‘প্রকৃতির কাছে সবাই হার মানে। করার কিছু নেই। এখন সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হোক । তাদের জন্য আশীর্বাদ ও দোয়া রইলো ।’’

সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আলমগীর হোসাইন লিখেছেন, ‘‘ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলার জন্য আমাদের সকলের আগে থেকেই সচেতন হওয়া উচিত। উপকূলবাসিদের জন্য সরকার যেন আগাম প্রস্তুতি নেন।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় ইয়াস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ