Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপকূলীয় এলাকার মানুষকে সহযোগিতা করতে বিএনপির আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ৭:৪১ পিএম

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়টি গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে অগ্রসর হলেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাবে ঝড় ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগকালীন সময়ে উপকূলীয় এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপকূলীয় এলাকার জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আবহাওয়াবিদরা যদিও বলেছেন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, ভোলাসহ অন্যান্য এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হতে পারে। এতে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিবৃতিতে তিনি ঐসকল এলাকার জনগণের প্রতি নিরাপদ আশ্রয়ে সরে আসার আহবান জানান। একই সাথে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি সর্তক থাকা ও উপকূলবর্তী এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনার জন্য আহ্বান জানান। তিনি স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নিজেদের নিরাপত্তা বজায় রেখে জনগণের সহযোগিতায় এগিয়ে আসারও আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় ইয়াস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ