Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ভুয়া ব্লাড টেস্টকারি কানাইলাল ডায়াগনস্টিক হাসপাতালের মালিককে জরিমানা

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ৫:১৫ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী গ্রামে ব্যঙের ছাতার মতো গজিয়ে ওঠা কানাইলাল ডায়াগনস্টিক হাসপাতালের মালিক মহেন্দ্র নাথ তালুকদারকে জরিমানা করেছে মোববাইলকোর্ট। গতকাল রবিবার বিকেলে উপজেলার পস্চিম পীড়ারবাড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড সেস্ট করে ভুয়া রিপোর্ট দেওয়ার সময় স্হানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে। এসময় মোবাইলকোর্টের বিচারক উপজেলা সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহসিনউদ্দিন ঘটনাস্থলে উপস্হিত হয়ে তাকে আটক করেন। পরে তার ডায়াগনস্টিক হাসপালের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহসিনউদ্দিন বলেন কানাইলাল ডায়াগনস্টিক হাসপালে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় মালিক মহেন্দ্র নাথ তালুকদারকে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন কানাইলাল ডায়াগনস্টিক হাসপাতালের মালিক মহেন্দ্র নাথ তালুকদার যে সব শিক্ষার্থীদের ব্লাড টেস্ট করে জাল সনদ দিয়েছেন,সেটা ফৌজদারি অপরাধ, সে ক্ষেত্রে ক্ষতিগ্রস্হ শিক্ষার্থী,অভিভাবক অথবা শিক্ষক আইনের আশ্রয় নিতে পারেন। কানাইলাল ডায়াগনস্টিক হাসপাতালের কাগজপত্র না থাকায় আমরা শুধু মোবাইলকোর্টের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ