Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিষেক ম্যাচেই গোল চান জুয়েল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০২ এএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচকে সামনে রেখে বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রস্তুতি ক্যাম্প চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আর মাঠের অনুশীলন চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। যে দলের অন্যতম তরুণ ফুটবলার ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল। আগে কখনো জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। প্রথমবার খেলার সুযোগকে কাজে লাগাতে চান এই তরুণ। আন্তর্জাতিক ফুটবলে নিজের অভিষেক ম্যাচেই গোল করতে চান জুয়েল। গতকাল সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ পুলিশ এফসির এই ফুটবলার বলেন, ‘আমি যেদিনই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবো ওই দিনই গোল করার চেষ্টা করবো।’

বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো খেলতে জাতীয় দলের কাতার যাওয়ার সময় ঘনিয়ে আসছে। সবকিছু ঠিক থাকলে ৩০ মে ব্রিটিশ কোচ জেমি ডে তার শিষ্যদের নিয়ে দোহা রওয়ানা হবেন। এখন পর্যন্ত এমন সিডিউলই ঠিক করা আছে। আফগানিস্তান, ভারত এবং ওমানের বিপক্ষে
লাল-সবুজরা তিন ম্যাচ খেলবে যথাক্রমে ৩, ৭ ও ১৫ জুন। কাতারে খেলা বলেই জেমি প্রতিদিন দলকে প্রচন্ড রোদ আর গরমের মধ্যে অনুশীলন করাচ্ছেন। কালকের অনুশীলনে ব্রিটিশ কোচ জোর দিয়েছিলেন ফরোয়ার্ডদের গোল করার দক্ষতা বাড়ানোর দিকে। অনুশীলনে ঘাম ঝরানোর পর জুয়েল আরও বলেন, ‘কোচ এখন আমাদের ফরমেশন নিয়ে ট্রেনিং করাচ্ছেন। আজকের ট্রেনিং ভালো হয়েছে। উইং থেকে অ্যাটাক করিয়েছেন। ক্রস হয়েছে, স্ট্রাইকাররাও গোল করছেন। প্রধান বিষয় ছিল স্কোর। সেটা হচ্ছে। গোল কিভাবে করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছেন কোচ।’
এই ফরমেশনে প্রথম অনুশীলনের দিনই সবাই ভালো করেছেন বলে জানিয়ে জুয়েল বলেন, ‘আজকেই প্রথম এই ফরমেশনে অনুশীলন করালেন কোচ। প্রথম দিন অনুযায়ী ভালো হয়েছে। সবাই স্কোর করছিলেন- যেমন সুমন রেজা, মতিন, সুফিল। আমিও। সবাই স্কোর বাড়াচ্ছিলেন। খুব ভালো ফিনিশিং হয়েছে। উইঙ্গার আর স্ট্রাইকারদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। সবাই বুঝতে পারছে কে কোথায় যাচ্ছে, বলটা কোথায় দিতে হবে।’
নিজের লক্ষ্য নিয়ে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘যদি আমি সুযোগ পাই, অবশ্যই চেষ্টা করবো জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ যখনই খেলবো তখনই স্কোর করার। সবক্ষেত্রেই আমার গোলের টার্গেট বেশি থাকবে। সেটা জাতীয় দল হোক কিংবা ক্লাব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুয়েল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ