Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় ভারত ফেরতসহ দু’দিনে করোনায় মৃত ৩

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ১২:০০ এএম

চুয়াডাঙ্গায় ভারত ফেরত একজনসহ দুদিন ৩ জন কারোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো। চুয়াডাঙ্গা সিভিল সার্জন এ.এস.এম.মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে সাকিব (১৭) পায়ে ক্যান্সার আক্রান্তের চিকিৎসা নিতে ভারতে যায়।

সেখানে তার পা কেটে ফেলা হয়। ওই অবস্থায় সে যশোর বেনাপোল বন্দর দিয়ে দেশে ঢুকে গত ১১ মে চুয়াডাঙ্গায় চলে আসে। এরপর সদর হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় তার নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করে করোনা পজেটিভ হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে সে মারা যায়।
তিনি আরো জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মরহুম ফত্তুল্লার ছেলে আবুল হোসেন (৭৫) গত ১৫ মে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ৩টার দিকে তিনি মারা যায়।

এর আগে বৃহস্পতিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মরহুম মোশারফ হোসেনের স্ত্রী আছিয়া বেগম (৬০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরো বলেন, করোনা আক্রান্ত মৃত্যু ব্যক্তিদের দাফন স্বাস্থ্যবিধি মেনে শেষ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ