Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সিলেটে সমাবেশ মিছিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৪:৪৭ পিএম

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও নৃশংসভাবে গণহত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন কর্মসূচী পালন হয়েছে সিলেটে। আজ শুক্রবার বাদ জুমার নামাজের পর বিভিন্ন ইসলামী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে নগরীর বিভিন্নস্থানে মিছিল-সমাবেশ ও মানববন্ধন করেছেন প্রতিবাদী মানুষ। পৃথক পৃথক সমাবেশও মানববন্ধনে বক্তারা, ফিলিস্তিনের নিরীহ মুসলমান ও আল-আকসা মসজিদে মুসল্লীদের উপর ইসরাইলীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন- জাতিসংঘও মুসলমান রক্ষায় কোন ভূমিকা রাখছে না। মুসলমান নিধন চলছে তখন বিশ্ব মোড়লরা নিরব। এ অবস্থায় বিশ্ব মুসলিম এক হওয়ার বিকল্প নেই। ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের হামলা বন্ধ করতে হবে চিরতরে। এজন্য দ্রুত ফিলিস্তিনকে ঘোষণা করতে হবে স্বাধীন রাষ্ট্র। আল-আকসা থেকে ইসরাইলের সবধরণের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পবিত্র মসজিদটিতে যাতে মুসলমানরা নির্বিঘেœ ইবাদত বন্দেগি করতে পারেন সেটি করতে হবে নিশ্চিত। অতীতেও ইসলরাইল ফিলিস্তিনের উপর নির্যাতনের স্ট্রিম-রোলার চালিয়েছে। আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার না হওয়ায় বার বার ইসরাইল ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের উপর গণহত্যা চালায়। এছাড়া বিশ্বের সকল মুসলমানকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা। সেই সঙ্গে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আমাদের দেশের সরকার ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় খরচে ওষুধ প্রেরণ করেছে এবং এই গণহত্যা বন্ধের জোর দাবি জানিয়েছে। জুমার নামাজের পর নগরীর সিটি পয়েন্টে (কামরান চত্বরে) আঞ্জুমানে আল ইসলাহ বিক্ষোভ সমাবেশ করে। এর আগে একই স্থানে সমাবেশ করে কালিঘাট যুব উন্নয়ন পরিষদ। কোর্ট পয়েন্টে মহানগর ইমাম সমিতির ব্যানারে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে খেলাফত মজলিশসহ বিভিন্ন ইসলামী সংগঠন ও নগরীর বিভিন্ন মসজিদের মুল্লীরা মিছিল নিয়ে শরিক হন। সমাবেশ শেষে সম্মিলিত মিছিল বের করা হয়। এছাড়া নগরীর পাঠানটুলায় বৃহত্তর পাঠানটুলা তৌহিদা জনতা এবং কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। অপরদিকে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহত্তর নাজিরবাজার এলাকার সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে শুক্রবার (২১ মে) জুমুআর নামাজ শেষে স্থানীয় নাজিরবাজারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে মিছিল সহকারে যোগ দেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নাজিরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা, নাজিরবাজার মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেবুল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আ স ম মিসবাহ উদ্দিন, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আশিক আলী, ঝাজর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবদুল কাদির, বিশিষ্ট সমাজসেবী ও সাবেক ছাত্রনেতা জয়নুল হক আলম, যুবলীগ নেতা ও মানববন্ধন কর্মসূচির অন্যতম সমন্বয়ক হেলাল আহমদ, অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান রিপন, ছাত্রনেতা হোসেইন আহমদ প্রবেল, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, দারুল কোরআন মাদরাসার শিক্ষক জুনেদ আল আবিদ, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মুহিউদ্দিন, তরুণ সমাজকর্মী আবুল কালাম রুনু, সাংবাদিক রেজাউল হক ডালিম, ছাত্রনেতা ওহি আহমদ, আব্দুল আমিন, শাহ রায়হান আহমদ রিমু, হাফিজ রেজাউল করিম, ব্যবসায়ী নাজিম উদ্দিন রাহিন, মাহবুবুল আলম, সেলিম আহমদ, দবির মিয়া, দিলাল আহমদ, পাবেল, রুমন খছরু, রাহেল, রাসেল, রাহুল, মোহাম্মদপুর জামে মসজিদের ক্যাশিয়ার মুহিবুর রহমান, সদস্য নেছার মিয়া, রাজন আলী, আদিল মিয়া, তাজুল ইসলাম ও রাহিম মিয়া প্রমুখ। এদিকে, ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ও আল আকসা মসজিদে দখলদার ইসরাইলী বাহিনীর হামলার প্রতিবাদে নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২১ মে) বাদ জুম্মা কায়েস্থরাইল মসজিদের সামনে থেকে বিক্ষোভ-মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খোজারখলা মার্কাজ পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. জহির হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ এজাজ উদ্দিন আহমেদ সানি’র পরিচালনায় বিক্ষোভ-মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা কফিল উদ্দিন আলমগীর, নুর আহমেদ খাঁন সাদেক, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সাধারন সম্পাদক রুহেল আহমেদ লাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহান, সিলেট জেলা সবুজ বাংলার সভাপতি জাবেদুল ইসলাম দিদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ