মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাদাখে চীনা সেনার কার্যকলাপের উপর নজর রাখছে ভারত। সম্প্রতি সেখানে অনুশীলন শুরু করেছে তারা। সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান এম এম নারাভানে। তবে, প্যাংগং হ্রদ এলাকা থেকে সেনা প্রত্যাহারের পর এখনও পর্যন্ত চিনের তরফে “সীমা” লঙ্ঘন করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় সেনা প্রধান আশা প্রকাশ করে বলেছেন, অন্যান্য এলাকাতেও সমস্যার সমাধানে দুই পক্ষ এগিয়ে আসবে। এখনও পর্যন্ত সেনা প্রত্যাহারের বিষয়ে আন্তরিকতা দেখানো হয়েছে। কিন্তু, পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর যে কোনও গতিপ্রকৃতির উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনা।
সেনা প্রধান জানান, ফেব্রুয়ারি সেনা প্রত্যাহারের পর থেকে কোনও আগ্রাসন বা লঙ্ঘনের বিষয় নেই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা বলছি, আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি, উভয়পক্ষের মধ্যে বিশ্বাস গড়ে উঠেছে। এ বিশ্বাসের উপর ভরসা করেই আমরা অন্য যেসব এলাকায় এখনও সমস্যা রয়েছে, সেখানে তার সমাধানের চেষ্টা করব।
প্রসঙ্গত, গত বছর মে মাস থেকে পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন নিয়ে ভারত-চিন সম্পর্কে চাপানউতোর শুরু হয়। এরপর সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বার আলোচনা হয় উভয়পক্ষের মধ্যে। শেষমেশ সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। ফেব্রুয়ারি মাসে প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে সেনা ও অস্ত্রশস্ত্র সরিয়ে নেয় ভারত-চিন। বাকি অংশের জটিলতা মেটানোর জন্য উভয়পক্ষ এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্র : এবিপি আনন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।