প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশের চিত্রনায়িকাদের মধ্যে যে কজন নায়িকা দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম রোজিনা। তিনি দেশীয় সিনেমার পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন। তাপস পাল, মিঠুন চক্রবর্তী, পাকিস্তনের জনপ্রিয় নায়ক নাদিমসহ উপমহাদেশের বিখ্যাত অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায়ই রোজিনা অনেকটা নীরবে চলচ্চিত্র থেকে বিরত থাকেন। দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেন। তবে তিনি আবারও চলচ্চিত্রে ফিরেছেন। ফিরেছেন পরিচালক হয়ে। কয়েক মাস আগে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ফিরে দেখা’র শুটিং শেষ করেছেন। এতে তিনি অভিনয়ও করেছেন। গুণী এই অভিনেত্রী জানান, বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কাজে ফিরব। তিনি বলেন কয়েক মাস আগে ফিরে দেখা সিনেমার শুটিং শেষ করেছি। এখন মুক্তির পালা। ইচ্ছে আছে, আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেয়ার। তবে সব কিছুই করোনা পরিস্থিতির ওপর ছেড়ে দিয়েছি। আপাতত বাসায় সময় কাটছে। তিনি বলেন, ইচ্ছা আছে চলচ্চিত্রে নিয়মিত কাজ করার। এটাও নির্ভর করছে পরিবেশ ও পরিস্থিতির ওপর। উল্লেখ্য, ১৯৭৮ সালে রাজমহল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় রোজিনার। সিনেমাটি পরিচালনা করেন এফ কবির চৌধুরী। এরপর চোখের মনি, সুখের সংসার, সাহেব, মানসী, তাসের ঘর, হাসু আমার হাসু, হিসাব চাই, জনতা এক্সপ্রেস, বন্ধু আমার, কসাইসহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। কলকাতার নির্মাতা শক্তি সামন্ত্য পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা অবিচারে রোজিনা মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি এখনও কলকাতা ও বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।