Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজিনার নির্মিত মসজিদটি চালু হয়েছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

চিত্রনায়িকা রোজিনা তার জন্মস্থান রাজবাড়ির গোয়ালন্দে প্রায় দুই বছর আগে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। সেই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। গত শুক্রবার জুমআর নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি চালু হয়েছে। মসজিদটির নাম রোজিনা তার মায়ের নামে রেখেছেন। নাম দেয়া হয়েছে ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’। মসজিদটি তুরস্কের স্থাপত্য নকশার আদলে তৈরি করা হয়েছে। প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলসহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে রোজিনা বলেন, জম্মভূমির কথা আমার সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। তারপরও আমার সমস্ত অনুভূতি জুড়ে আমার এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদটি নির্মাণ করেছি। তিনি গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার কথাও জানান। এ ক্ষেত্রে সবার সহযোগিতা তিনি চেয়েছেন। উল্লেখ্য, রোজিনা ১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন। এরপর এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমায় ওয়াসিমের বিপরীতে একক নায়িকা হিসেবে তার আবির্ভাব ঘটে। সিনেমাটি সুপারহিট হয়। এরপর আর রোজিনাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৮৮ সালে ‘জীবনধারা’ সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরস্কারও পেয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চোখের মণি, ‘সুখের সংসার, সাহেব, তাসের ঘর, হাসু আমার হাসু, হিসাব চাই, জনতা এক্সপ্রেস, বন্ধু আমার, কসাই ইত্যাদি। সম্প্রতি তিনি সরকারি অনুদানপ্রাপ্ত একটি সিনেমা পরিচালনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোজিনার নির্মিত মসজিদটি চালু হয়েছে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ