প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানী ও জায়েদ খানের মধ্যে এক অপ্রিতীকর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়, ওমর সানী সবার সামনে হঠাৎ করেই জায়েদ খানকে চড় মেরে বসেন। জায়েদ নাকি মৌসুমীর সাথে আগে দুর্ব্যবহার করেছেন। এজন্য ক্ষিপ্ত হয়ে তিনি তাকে চড় মেরেছেন। জায়েদ খানও নাকি পিস্তল বের করে তাকে গুলি করার হুমকি দিয়েছেন। এই অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। অন্যদিকে বিয়েতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা। তিনি এ ব্যাপারে বলেন, আমি বিয়েতে ৩ ঘণ্টার মতো সময় ছিলাম। রাত ৯টার দিকে আসে ওমর সানী। ওর সঙ্গে আমার কয়েকবার দেখা হয়। আমরা যে টেবিলে খাবার খেলাম সেই টেবিলের দিকেও একবার দেখলাম এগিয়ে আসতে। বেশ স্বাভাবিকই ছিল। জায়েদ খানকেও বেশ খোশ মেজাজেই সবার সঙ্গে কথা বলতে দেখলাম। যা রটছে বা খবর প্রকাশিত হচ্ছে, তার কিছুই তো আমরা দেখলাম না। তিনি বলেন, শত শত মানুষ ওই দিন মোবাইল ফোনে ভিডিও করছিল, ইভেন্টের লোকরাও ভিডিও করছিলেন। এ ধরনের ঘটনা যদি ঘটত তাহলে তাদের কাছে তো ফুটেজ থাকত। কোনো ফুটেজেও তো এই ঘটনা দেখা যাচ্ছে না। আর ডিপজলের মতো বড় একজন মানুষের ছেলের বিয়েতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটার প্রশ্নই আসে না। তিনি বলেন, আমার মনে হয়, এই ঘটনা তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে। শোবিজের মানুষের ইমেজ নষ্ট করতেই এটা করা হচ্ছে। আমি মনে করি, এটা ঠিক হচ্ছে না। সাধারণ মানুষের কাছে শোবিজের মানুষের ইমেজ এভাবে হেয় করা মোটেও উচিত নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।