প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জটিলতার মধ্যে পদত্যাগ করেছিলেন মিশা-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত কার্যকরি সদস্য সিনিয়র চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা। ব্যক্তিগত কারণ ও সমিতিকে সময় দিতে পারবে না, এমন কারণ দেখিয়ে নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন তিনি। ইলিয়াস কাঞ্চন সে পদত্যাগপত্র গ্রহণ করেননি। তবে এবার রোজিনা নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। পদত্যাগ পত্র তুলে নিচ্ছেন। রোজিনা বলেন, আমি একজন শিল্পী। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি দেখে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। সামান্য এ পদ নিয়ে মামলা পর্যন্ত হলো। এটা আমার পুরো অভিনয় জীবনে দেখিনি। আমি লজ্জায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে ডিপজল, আলীরাজ ভাইসহ কয়েকজন শিল্পী আমাকে বুঝিয়েছেন। তারা বলেছেন, আমাকে যোগ্য সম্মান দেওয়া হবে। জায়েদ খান বলেছেন, সিনিয়রদের সব বৈঠকে থাকা লাগবে না। শুধু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের সময় তাদের মতামত নেওয়া হবে। তাও সমিতিতে না আসতে পারলে ফোনে জানালেও চলবে। আমার মনে হয়েছে, তাহলে সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকতে সমস্যা নেই। আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগপত্র প্রত্যাহার করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।