Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেহেদিগঞ্জে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে বিয়ে বাড়িতে হামলা : নিহত ২

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৭:৫৬ পিএম

বরিশালের মেহেদিগঞ্জের দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের সহিংসতার বলি হলো আরো দুজন। উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে বৃহস্পতিবার দুপুরে আ: রব ঢালীর বাড়িতে হামলা করে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মেহেন্দিগঞ্জ সংলগ্ন দ্বিধাবিভক্ত হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে দাবী ঘটনার শিকার পরিবারটির। তখন ঐ বাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলার শিকার পরিবারটিও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। নিহত দুজন হচ্ছে রব ঢালীর বড় ভাই আব্দুস ছাত্তার ঢালী (৫৫) ও প্রতিবেশী সিদ্দিকুর রহমান (২৮)। মাত্র একমাস আগে দক্ষিণ উলানিয়ার পূর্বষট্টি গ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত হয়েছিল আরো দুজন।

মেহেদিগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বিয়ে বাড়িতে হামলায় দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘটনার পর তিনি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও বলেন, দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল দীর্ঘদিনের। বৃহস্পতিবার একতরফা হামলায় প্রতিপক্ষ গ্রুপের দুজন নিহত হয়েছেন।

নিহত ছাত্তার ঢালীর পরিবারের দাবী, তারা স্থানীয় এমপি পংকজ দেবনাথ বিরোধী গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। রাজনৈতিক বিরোধের কারনে পংকজ নাথের অনুসারী কালাম বেপারীর লোকজন এ হামলা করেছে। উত্তর উলাউনিয়ার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আ: রব ঢালী জানান, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ের ঘরের নাতি সাথি আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা। বেলা ১১টার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে। হামলাকারীরা বসতঘরগুলো এলোপাথাড়ি কোপাতে থাকে এবং যাকে সামনে পায় তার ওপর হামলা চালায়।

সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত রব ঢালীর ভাই ছাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকে স্পীডবোটযোগে বরিশালে আনা হচ্ছিল। পথে ছাত্তার ঢালী মারা গেছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

নিহত ছাত্তার ঢালীর আরেক ভাই হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জামাল হোসেন ঢালী জানান, দলের স্থানীয় বিরোধে প্রতিপক্ষের হামলার ভয়ে তার পরিবারের বেশীরভাগ পুরুষ কয়েকবছর যাবত এলাকায় থাকতে পারছেন না। তারা বরিশাল নগরী সহ বিভিন্ন স্থানে থাকছেন। নাতনির বিয়েতে অংশগ্রহণের জন্য সকলে বাড়িতে থাকবেন এটা নিশ্চিত হয়ে ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে ৫০-৬০ জন বিয়ে বাড়িতে হামলা করেছে। জামাল হোসেন ঢালী জানান, হামলা করার জন্য বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ভাড়ায় আনা হয়েছে।

ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারী অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, গত মাসে দক্ষিণ উলানিয়ায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনিও আসামী। এ কারনে গত একমাস যাবত তিনি আত্মগোপনে আছেন। সালথা গ্রামে হামলার সঙ্গে তার ভাইয়েরা জড়িত নন। তাকে ফাঁসাতে ঢালী পরিবার নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, বরিশাল- ৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের পক্ষ ও বিপক্ষে আওয়ামী লীগের দুটি গ্রুপ কয়েক বছর যাবত মেহেদিগঞ্জ ও হিজলা উপজেলায় অবস্থানে রয়েছে। প্রতিনিয়তই দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এই দুই উপজেলা রক্তাক্ত জনপদে পরিণত হচ্ছে। গত ১০ এপ্রিল রাতভর দক্ষিণ উলানিয়ায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত হয় দুইজন। গত রোববার রাতে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে দুইঘন্টা ব্যাপী সংঘর্ষে আরো অন্তত ৫০ জন আহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ