গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্বাস্থ্যসেবা বিভাগের নথিপত্রের তথ্য চুরির অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলায় জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টা ৪৯ মিনিটে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আইনজীবী এহসানুল হক সমাজি ও প্রশান্ত কুমার কর্মকার রোজিনার জামিন শুনানি করছেন।
গত সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর নথিপত্র চুরি ও ছবি তুলে নেওয়ার অভিযোগে দ-বিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলা দিয়ে রোজিনাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
পরের দিন মঙ্গলবার সকাল ৮টায় রোজিনাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। পরে শুনানি শেষে ওই আবেদন খারিজ করে দেন আদালত। একই সঙ্গে রোজিনার জামিন শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) নির্ধারণ করেন আদালত।
রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। এ ছাড়া বিভিন্ন সংগঠন, দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোজিনার গ্রেপ্তারের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে মুক্তি দাবি অব্যাহত রয়েছে।
†ivwRbvi Rvwgb ïbvwb ïiæ
÷vd wi‡cvU©vi
¯^v¯’¨‡mev wefv‡Mi bw_c‡Îi Z_¨ Pywii Awf‡hv‡M mvsevw`K †ivwRbv Bmjv‡gi weiæ‡× nIqv gvgjvq Rvwgb Av‡e`‡bi Ici ïbvwb ïiæ n‡q‡Q|
AvR e„n¯úwZevi (20 †g) `ycyi 12Uv 49 wgwb‡U XvKv gnvbMi nvwKg evKx wejøvi fvP©yqvj Av`vj‡Z Zvi Rvwgb ïbvwb AbywôZ nq| AvBbRxex Gnmvbyj nK mgvwR I cÖkvšÍ Kzgvi Kg©Kvi †ivwRbvi Rvwgb ïbvwb Ki‡Qb|
MZ †mvgevi (17 †g) ¯^v¯’¨ gš¿Yvj‡q cuvP NÈv AvU‡K ivLvi ci bw_cÎ Pywi I Qwe Zy‡j †bIqvi Awf‡hv‡M `Ðwewai 379 I 411 avivq Ges Awdwkqvj wm‡µUm A¨v‡±i 3 I 5 avivq gvgjv w`‡q †ivwRbv‡K kvnevM _vbvq n¯ÍvšÍi Kiv nq|
c‡ii w`b g½jevi mKvj 8Uvq †ivwRbv‡K XvKv gnvbMi nvwKg Av`vj‡Z nvwRi Kiv nq| Gici gvgjvi myôy Z`‡šÍi ¯^v‡_© Zv‡K cuvP w`‡bi wigv‡Û wb‡Z Av‡e`b K‡ib gvgjvi Z`šÍKvix Kg©KZ©v kvnevM _vbvi cwi`k©K (Z`šÍ) Avwidzi ingvb mi`vi| c‡i ïbvwb †k‡l IB Av‡e`b LvwiR K‡i †`b Av`vjZ| GKB m‡½ †ivwRbvi Rvwgb ïbvwbi Rb¨ e„n¯úwZevi (20 †g) wba©viY K‡ib Av`vjZ|
†ivwRbv‡K †nb¯Ív I †MÖßv‡ii NUbvq D‡ØM cÖKvk K‡i‡Q RvwZmsN| welqwUi w`‡K bRi ivLv n‡”Q e‡j Rvbv‡bv n‡q‡Q ms¯’vwUi c¶ †_‡K| D‡ØM cÖKvk K‡i‡Q AvšÍR©vwZK gvbevwaKvi ms¯’v A¨vg‡bw÷ B›Uvib¨vkbvjI| G Qvov wewfbœ msMVb, `j I cÖwZôv‡bi c¶ †_‡K †ivwRbvi †MÖßv‡ii e¨vcv‡i †¶vf cÖKvk K‡i gyw³ `vwe Ae¨vnZ i‡q‡Q|
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।