Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক রোজিনাকে হেনস্তা সংবাদপত্রের টুঁটি চেপে ধরার শামিল -খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ৫:৪৮ পিএম

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে হেনস্তার শিকার দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার পূর্বক নিঃশর্ত মুক্তি দাবি করেছে খেলাফত মজলিস। আজ এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, দুর্নীতির খবর চাপা দেয়ার জন্য একজন সাংবাদিকের টুঁটি চেপে ধরা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য খাতের দুর্নীতির খবর প্রকাশ করায় অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করা হয়েছে। একজন নারী সাংবাদিকের উপর এ ন্যাক্কারজনক আচরণ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। এ ঘটনা পুরো সংবাদপত্রের টুঁটি চেপে ধরার শামিল। এ অনাকাঙ্খিত ঘটনা সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাতের সর্বশেষ বহিঃপ্রকাশ।
বিবৃতিতে তিনি বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দিন। একই সাথে নারী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তি দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক রোজিনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ